শুক্রবার আয়কর দফতর, মুখ্য নির্বাচনী অফিসার ও ব্যাঙ্ক কর্তৃপক্ষগুলির সঙ্গে বৈঠক করে। ব্যাঙ্ক কর্তৃপক্ষগুলিকে ১০ লক্ষ টাকার ওপর ব্যাঙ্ক লেনদেনের তথ্য জানানোর নির্দেশ দেয় আয়কর দফতর। কলকাতার কটন স্ট্রিট, বড়বাজার, ক্যানিং স্ট্রিটে চলছে নজরদারি। কলকাতার পাশাপাশি, শিলিগুড়ি, মালদহেও বিশেষ নজর।
ইতিমধ্যেই কলকাতা থেকে উদ্ধার হয়েছে ৩ কোটি টাকা। নির্বাচনে কালো টাকার ব্যবহার রুখতে আয়কর দফতরের বিশেষ টিম। ব্যাঙ্ক কর্তৃপক্ষগুলিকে ১০ লক্ষ টাকার ওপর ব্যাঙ্ক লেনদেনের তথ্য জানানোর নির্দেশ দেয় আয়কর দফতর। পরিচয় গোপন রেখে অভিযোগ জানাতে দেওয়া হয়েছে টোল-ফ্রি নম্বরও। ১৮০০-৩৪৫৫-৫৪৪ নম্বরে ফোন করে জানানো যাবে বেআইনি লেনদেনের খবর। এছাড়াও দুটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে। ৬২৮৯৭০২৯২২, ৬২৮৯৭০৪১৪৬।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 15, 2019 8:49 PM IST