সুষ্ঠুভাবে সেই ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ করতেই এ বার নিউ নর্মালের শরণ নিয়েছেন নির্বাচন কমিশনের কর্তারা। এর আগে কোভিড আবহে ভোট সম্পন্ন হয়েছে বিহারে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এখানে পরিকল্পনা করছে কমিশন। কোভিডের স্বাস্থ্যবিধি থাকার কারণে ভিড় করা বা অনেক লোকের জমায়েত করা যাবে না। সে কারণেই এ বার ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রয়োজনীয় প্রচার কমিশন করছে ভার্চুয়াল মাধ্যমে। এই কাজে তাদের সবচেয়ে বড় হাতিয়ার সোশ্যাল নেটওয়ার্কিং। ট্যুইটার, ফেসবুক, টেলিগ্রাম সর্বত্র তারা ছড়িয়ে দিচ্ছেন এই প্রচার। চলছে হোয়াটসঅ্যাপ প্রচারও।
advertisement
ভোটাররাও প্রয়োজনীয় আবেদন করে দিতে পারছেন খুব সহজে এবং অনলাইনেই। নির্বাচন কমিশনের এক কর্তার মতে, "শুধু কোভিড বলে নয়, আগামী দিনে কোভিড চলে গেলেও এই পন্থা থেকেই যাবে। এতে নিঃসন্দেহে মানুষের হয়রানি অনেকটাই কমে যাবে।"
SHALINI DATTA