বুধবারই রাজ্যের জেলা শাসক পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেছেন রিপোর্ট ইলেকশন কমিশনার সুদীপ্ত জৈন। বৈঠকে একাধিক নির্দেশ দিয়েছেন ডেপুটি ইলেকশন কমিশনার। বিশেষত এলাকাগুলিতে এখনো পর্যন্ত অশান্তি রয়েছে সেখানে ১০০% শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে হবে বলে গতকালকের বৈঠকে নির্দেশ দিয়েছে। শুধু তাই নয় গত কালকের বৈঠকে কার্যত এক প্রকার জানিয়ে দেওয়া হয়েছে কর্তব্যে গাফিলতির অভিযোগ এলে এবার আর কোন শো কজ নয়,সরাসরি অপসারণের পদ্ধতিতেই হাঁটবে নির্বাচন কমিশন। নির্বাচন কাজের সঙ্গে যুক্ত থাকা যেকোনো আধিকারিকদের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেবে বলে গতকালকের বৈঠকে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে বলে সূত্র মারফত খবর।
advertisement
বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের স্বরাষ্ট্র সচিবসহ একাধিক দপ্তরের সচিব দের নিয়ে বৈঠক করছেন ডেপুটি ইলেকশন কমিশনার। মনে করা হচ্ছে রাজ্যে ফুল বেঞ্চ আসার আগে বৃহস্পতিবার এর বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষত বৃহস্পতিবার এর বৈঠকে স্কুল শিক্ষা সচিব,স্বাস্থ্য সচিব,পরিবহন সচিব সহ একাধিক দপ্তরের সচিব বৈঠকের উপস্থিতি যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ। কারণ বিধানসভা ভোটের প্রস্তুতি খুঁটিনাটি নিয়েই দিল্লি ফিরে যেতে চান ডেপুটি ইলেকশন কমিশনার। আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের ফুলবেনট আসার আগে তাই আর প্রস্তুতিতে কোন খামতি রাখত চায়না নির্বাচন কমিশন। সূত্র খবর আগামী সপ্তাহেই ফুল পেন্সিলে অন্তত ফেব্রুয়ারির মাঝামাঝি রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়