পূর্ব মেদিনীপুর- দেশজুড়ে চলা ভারত বনধে আংশিক প্রভাব পড়েছে বাংলায়৷ ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ চলেছে৷ পাঁশকুড়ার রাতুলিয়ায় রাস্তায় কাঠের গুঁড়ি দিয়ে অবরোধ৷ ৪১ নম্বর জাতীয় সড়কে অবরোধ হয়৷ অবরোধ চলে নিমতৌড়ির চৌরাস্তায়ও৷
দমদম- অন্যদিকে দমদম স্টেশনে ট্রেনের বুকিং কাউন্টার বন্ধ৷ টিকিট কাউন্টার বন্ধ করে দেন ধমর্ঘট সমথর্করা৷ পুলিশের সামনেই বন্ধ করে দেওয়া হয় টিকিট কাউন্টার৷
advertisement
বর্ধমান- ধর্মঘট ঘিরে বর্ধমানেও অশান্তি চলে৷ একটি পেট্রোল পাম্পে ভাঙচুর চালানো হয়৷ টোটো থেকে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের৷ আতঙ্কিত হয়ে পরেন যাত্রীরা৷ বাসে উঠে চালককে মারধর করা হয়৷ ভেঙে দেওয়া হয় বাসের আয়না৷
বনগাঁ- বনগাঁয় স্কুল বন্ধ করে দেয় ধর্মঘট সমর্থনকারীরা৷ বনগাঁয় স্কুল গেটের সামনে পতাকা ঝোলানো হয়৷ বন্ধ বনগাঁর কুমুদিনী গার্লস হাইস্কুলে৷ পরে যদিও শিক্ষকরা গেট খুলে দেন৷
বাঁকুড়া- বাঁকুড়ায় ধর্মঘটের মিশ্র প্রভাব পড়েছে৷ সরকারি বাস চলছে সেখানে৷ তবে রাস্তায় বেসরকারি বাসের দেখা নেই৷ বন্ধ বাজার-দোকানও৷
কলকাতা- শহর কলকাতায় বাড়ানো হয়েছে সরকারি বাসের সংখ্যা৷ সরকারি বাস চলছে ৬৬৫টি৷ চলছে ১৮টি ট্রামও৷