ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নামে বেনামে একাধিক সম্পত্তির হদিশ মিলেছে৷ সবমিলিয়ে ৯টি ফ্ল্যাটের হদিশ পাওয়া গিয়েছে৷ এই ন'টি ফ্ল্যাটের মধ্যে চারটি পার্থ এবং পাঁচটি রয়েছে অর্পিতার নামে৷ তালিকায় রয়েছে বাংলো এবং রিসর্টও৷ এই সমস্ত জায়গায় তল্লাশি চালিয়ে বিভিন্ন নথি উদ্ধার করেছিল ইডি৷
আরও পড়ুন: নেই বাহারি পদ, খাদ্যরসিক পার্থ সাদামাটা খাবারেই সারলেন রবিবারের মধ্যাহ্নভোজন
advertisement
নতুন করে কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশেও একটি জমির খোঁজ পেয়েছেন ইডি আধিকারিকরা৷ বিভিন্ন সরকারি দফতর থেকেও এই সম্পত্তিগুলি সংক্রান্ত প্রয়োজনীয় নথিও জোগাড় করেছেন ইডি কর্তারা৷ সেই জন্য বিভিন্ন দফতরে নথি চেয়ে চিঠিও পাঠানো হচ্ছে ইডি-র তরফে৷
এই সমস্ত নথি সামনে রেখেই জেলে গিয়ে পার্থ এবং অর্পিতাকে জেরা করতে চান ইডি কর্তারা৷ কারণ এর আগে ইডি হেফাজতে থাকাকালীন অর্পিতাকে চিনতেই অস্বীকার করেছিলেন পার্থ৷ এবার তাই আরও আঁটঘাট বেঁধে নামতে চাইছেন ইডি কর্তারা৷