TRENDING:

নারদকাণ্ডে এবার ম্যাথু স্যামুয়েলকে ইডির নোটিস

Last Updated:

নারদকাণ্ডে এবার ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের নজরে ম্যাথু স্যামুয়েল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নারদকাণ্ডে এবার ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের নজরে ম্যাথু স্যামুয়েল ৷ নারদ ডট কমের কর্ণধার ম্যাথুকে নোটিস পাঠাল ইডি ৷ ১৮ মে ম্যাথুকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ৷ ৫৭ ঘণ্টার নারদ ফুটেজে আদানপ্রদান হওয়া লক্ষ লক্ষ টাকার উৎস সম্পর্কে নারদকর্তাকে জেরা করা হবে বলে সূত্রের খবর ৷
advertisement

সিবিআইয়ের পর এবার নারদ স্টিং কাণ্ডে তদন্তে নেমেছে ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট ৷ ২০১৬ সালের বিধানসভা ভোটের আগে প্রকাশ‍্যে আসে নারদ স্টিং ফুটেজ। ১২ তৃণমূল নেতা এবং এক আইপিএস-এর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। বিজেপির সদর দফতরে দেখানো ফুটেজ নিয়ে শুরু হয় বিতর্ক। সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। হাইকোর্টের নির্দেশে তদন্তের পর এই ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতিদমন আইনে অভিযোগ দায়ের করে সিবিআই ৷

advertisement

এর আগে সিবিআই তদন্তকারীদের প্রশ্নের উত্তরে টাকা আদান প্রদান নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছিলেন ম্যাথু ৷ তিনি জানান, ২৩ মার্চ, ২০১৪

প্রথম স্টিং অপারেশন। পরদিন হোটেল টিউলিপে একটি যোগাযোগ দিয়ে পৌঁছনোর চেষ্টা নেতাদের কাছে

৫ এপ্রিল, ২০১৪

সুলতান আহমেদ ৫ লক্ষ টাকা ভাইকে দিতে বলেন

১১ এপ্রিল, ২০১৪

৪ লক্ষ টাকা নেন ইকবাল আহেমেদ

advertisement

১৩ এপ্রিল, ২০১৪

শুভেন্দু অধিকারী হলদিয়া অফিসে বসে ৫ লক্ষ টাকা নেন

১৫ এপ্রিল, ২০১৪

৫ লক্ষ টাকা নেন কাকলী ঘোষ দস্তিদার

১৬ এপ্রিল, ২০১৪

প্রসূন বন্দ্যোপাধ্যায় ৪ লক্ষ টাকা নেন

নিজের জন্য ৫ লক্ষ ও সুব্রত মুখোপাধ্যায়ের নাম করে আরও ১ লক্ষ টাকা নেন ইকবাল আহমেদ

১৭ এপ্রিল, ২০১৪

advertisement

টাইগারের মাধ্যমে মন্ত্রীদের সঙ্গে যোগাযোগের পাকা কথা। বিনিময়ে টাইগার আগেই ১ লক্ষ টাকা নেয়।

১৮ এপ্রিল, ২০১৪

আইপিএস মির্জা বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে বৈঠক ঠিক করে দেন

২৫ এপ্রিল, ২০১৪

মদন মিত্র ৫ লক্ষ টাকা নেন

মুকুল রায় টাকা দিতে বলেন মির্জার কাছে

২৬ এপ্রিল, ২০১৪

অপরূপা পোদ্দার ৩ লক্ষ টাকা নেন

advertisement

২৭ এপ্রিল, ২০১৪

৫ লক্ষ টাকা নেন সৌগত রায়

১ মে, ২০১৪

৪ লক্ষ টাকা নেন শোভন চট্টোপাধ্যায়

২ মে, ২০১৪

ববি হাকিম ৫ লক্ষ টাকা নেন

ম্যাথুর দেওয়া তথ্য অনুসারে সব মিলিয়ে এর জন্য ব্যয় হয় প্রায় ৮০ লক্ষ টাকা। টাকা দেন তৃণমূলেরই এক সময়ের সাংসদ কে ডি সিং।

বাংলা খবর/ খবর/কলকাতা/
নারদকাণ্ডে এবার ম্যাথু স্যামুয়েলকে ইডির নোটিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল