জানা গিয়েছে, বৃহস্পতিবারই দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকের পর এ দিন সকাল থেকেই এই তল্লাশি শুরু করেছেন ইডি-র আধিকারিকরা৷ অভিযানের জন্য ওড়িশা থেকেও এসেছে বিশেষ দল৷
ইডি সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডে লাভবান কলকাতার বেশ কয়েকজন ব্যবসায়ীর বাড়িতে এ দিন তল্লাশি চালানো হবে৷ তার মধ্যে চাঁদনি চক এলাকার বাসিন্দা এক ব্যবসায়ীও রয়েছেন৷ বাঁশদ্রোণী এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে এ দিন হানা দিয়েছেন সিবিআই আধিকারিকরাও৷ অভিযোগ, কয়লা পাচারে জড়িত বিভিন্ন প্রভাবশালীদের টাকা থাকত এই ব্য়বসায়ীর কাছে৷ এর পাশাপাশি একটি হোটেলেও তল্লাশি চালানোর কথা ইডি-র৷ অভিযোগ, কয়লা পাচার থেকে লাভ হওয়া অর্থ এই হোটেলে বিনিয়োগ করা হয়েছে৷ কয়লা পাচারের টাকা থেকে কারা লাভবান হয়েছেন, বিভিন্ন ব্যবসায়ীর হাত ঘুরে লাভের টাকা কোথায় পৌঁছত, সিবিআই-এর সঙ্গে সমান্তরাল তদন্তে দ্রুত সেটা খুঁজে বের করাই এখন ইডি-র প্রথম লক্ষ্য৷
advertisement
Anup Chakraborty