গত বৃহস্পতিবার মুম্বই থেকে গ্রেফতার করা হয় পরশমল লোধাকে। মুম্বই থেকে মালয়েশিয়া পালানোর ছক কষেছিল পরশমল, কিন্তু তাঁর আগেই দিল্লি পুলিশের হাতে ধরা পড়ে এই ব্যবসায়ী ৷ এদিন তাঁর কলকাতার একাধিক অফিসে তল্লাশি চালায় ইডি। পরশমল লোধার বিরুদ্ধে হাওয়ালায় বাতিল নোট চালানোর চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ । ইডির নজরে রয়েছে কলকাতার এক গুজরাটি ব্যবসায়ী।
advertisement
কলকাতার বড় রিয়েল এস্টেট ব্যবসায়ী পরশমল লোধার বাড়ি বালিগঞ্জের ৬/১ কুইন্সপার্কে ৷ আগেও ২০১০-এ বিতর্কে জড়ান পরশমল ৷ আগুনে ভস্মীভূত স্টিফেন কোর্টের ৬, ৭ তলায় বেআইনি নির্মাণের চেষ্টা ও প্রমোটিংয়ের প্রস্তাব দিয়ে বিতর্কে জড়ান তিনি ৷ সোজা রাস্তায় কাজ না হওয়ায় স্টিফেন কোর্টের ট্রাস্টির সঙ্গে যোগাযোগ করে প্রভাব খাটানোর চেষ্টার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে ৷ তত্কালীন বাম সরকারের কাছে পরশমলের নামে অভিযোগ জানায় ট্রাস্টি ৷ তবে কোনও পদক্ষেপ করেনি বাম সরকার ৷
কুইন্স পার্কে প্রাসাদপম বাড়ির একতলায় মিউজিয়াম বানিয়েছেন এই ব্যবসায়ী ৷ গত মঙ্গলবার বাড়িতে হানা দেয় ED ও STF-এর বিশেষ দল ৷ খোঁজ মেলেনি পরশমল লোধার ৷ শেষমেশ বৃহস্পতিবার মুম্বই থেকে গ্রেফতার পরশমল ৷