নিউটাউনের সিই ২৮ আবাসনের চারতলায় ইডির তল্লাশি চলে। ওই চারতলায় চলত এডুকেশন ওয়ার্ল্ড নামে একটি কোচিং সেন্টার। ইডি সূত্রে খবর, এনআরআই কোটায় ভর্তির মিডলম্যান বলে যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই সৌরভ সাহা থাকেন নিউটাউনের এই ঠিকানায়।
advertisement
নিউটাউনের পাশাপাশি একই মামলায় ইডির অভিযান শহরের পাঁচ-পাঁচটি জায়গায়। করেয়া থানার অন্তর্গত ৬ নং তারক দত্ত রোডে এক আইনজীবী মুনমুন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও হানা ইডির তদন্তকারী আধিকারিকদের। এছাড়া বালিগঞ্জের একাধিক জায়গা ও শহরের আরও বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি।
অন্যদিকে, লেক মার্কেট এলাকার বসন্ত রায় রোডের এক আবাসনে ইডি তল্লাশি। আবাসনের চারতলায় ইন্দ্রানী ঘোষের ফ্ল্যাটে চলছে তল্লাশি। ইন্দ্রানী ঘোষ কেপিসি মেডিক্যাল কলেজ উচ্চপদস্থ আধিকারিক হিসাবে কাজ করতেন। এর আগে কেপিসি মেডিক্যাল কলেজ তল্লাশি চালিয়ে একাধিক নথি বাজেয়াপ্ত করে ইডি। সেই নথি খতিয়ে দেখে পাওয়া তথ্যের উপর ভিত্তি করেই ইন্দ্রানী ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ও একইসঙ্গে তাঁর বাড়িতে চলছে তল্লাশি।
প্রতিবেদন : সুদীপ্ত সেন ও রৌনক দত্ত