TRENDING:

ED Raid Kolkata: NRI কোটায় মেডিকেলে ভর্তি! শহরের পাঁচ পাঁচটি জায়গায় ইডির তল্লাশি, কার কার বাড়িতে গেল গোয়েন্দারা?

Last Updated:

ED Raid Kolkata: এনআরআই কোটায় মেডিক্যালে ভর্তি মামলায় শহরে আজ মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে ইডির তল্লাশি। সূত্রের খবর, বেসরকারি মেডিকেল কলেজে এনআরআই কোটায় আসন বিক্রির অভিযোগ দায়ের হয় ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায়। এই অভিযোগের  ভিত্তিতেই তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এনআরআই কোটায় মেডিক্যালে ভর্তি মামলায় শহরে আজ মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে ইডির তল্লাশি। সূত্রের খবর, বেসরকারি মেডিকেল কলেজে এনআরআই কোটায় আসন বিক্রির অভিযোগ দায়ের হয় ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায়। এই অভিযোগের  ভিত্তিতেই তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
কলকাতা জুড়ে যদি তল্লাশি
কলকাতা জুড়ে যদি তল্লাশি
advertisement

নিউটাউনের সিই ২৮ আবাসনের চারতলায় ইডির তল্লাশি চলে। ওই চারতলায় চলত এডুকেশন ওয়ার্ল্ড নামে একটি কোচিং সেন্টার। ইডি সূত্রে খবর, এনআরআই কোটায় ভর্তির মিডলম্যান বলে যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই সৌরভ সাহা থাকেন নিউটাউনের এই ঠিকানায়।

আরও পড়ুন: ফোঁটা ফোঁটা জল পড়ছে AC থেকে…? টেকনিশিয়ান লাগবে না! ছোট্ট ‘কাজেই’ মুহূর্তে সমাধান, নিয়ম জানুন স্টেপ বাই স্টেপ

advertisement

নিউটাউনের পাশাপাশি একই মামলায় ইডির অভিযান শহরের পাঁচ-পাঁচটি জায়গায়। করেয়া থানার অন্তর্গত ৬ নং তারক দত্ত রোডে এক আইনজীবী মুনমুন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও হানা ইডির তদন্তকারী আধিকারিকদের। এছাড়া বালিগঞ্জের একাধিক জায়গা ও শহরের আরও বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি।

আরও পড়ুন: ঝাঁ-চকচকে হয়ে যাবে সিলিং ফ্যান…! মই, টেবিল, চেয়ার ছাড়ুন! শুধু একটি ‘বোতল’ লাগান ‘এভাবে’, দেখুন ম্যাজিক রেজাল্ট

advertisement

অন্যদিকে, লেক মার্কেট এলাকার বসন্ত রায় রোডের এক আবাসনে ইডি তল্লাশি। আবাসনের চারতলায় ইন্দ্রানী ঘোষের ফ্ল্যাটে চলছে তল্লাশি। ইন্দ্রানী ঘোষ কেপিসি মেডিক্যাল কলেজ উচ্চপদস্থ আধিকারিক হিসাবে কাজ করতেন। এর আগে কেপিসি মেডিক্যাল কলেজ তল্লাশি চালিয়ে একাধিক নথি বাজেয়াপ্ত করে ইডি। সেই নথি খতিয়ে দেখে পাওয়া তথ্যের উপর ভিত্তি করেই ইন্দ্রানী ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ও একইসঙ্গে তাঁর বাড়িতে চলছে তল্লাশি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রতিবেদন : সুদীপ্ত সেন ও রৌনক দত্ত

বাংলা খবর/ খবর/কলকাতা/
ED Raid Kolkata: NRI কোটায় মেডিকেলে ভর্তি! শহরের পাঁচ পাঁচটি জায়গায় ইডির তল্লাশি, কার কার বাড়িতে গেল গোয়েন্দারা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল