TRENDING:

ভোর থেকেই চলছে তল্লাশি ! বালি পাচার মামলায় কলকাতার একাধিক জায়গায় হানা ইডির

Last Updated:

সোমবার ভোর থেকে তল্লাশি চলছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে শেখ জাহিরুল শেখ নামের এক ব্যক্তির বাড়িতেও। ইডি সূত্রে খবর, রবিবার মধ্যরাতেই রাজ্যের নানা দিকে রওনা দেন তদন্তকারীরা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনুপ চক্রবর্তী, কলকাতা: বালি পাচার মামলায় কলকাতার একাধিক জায়গায় হানা দিল ইডি। সোমবার ভোর থেকে তল্লাশি চলছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে শেখ জাহিরুল শেখ নামের এক ব্যক্তির বাড়িতেও। ইডি সূত্রে খবর, রবিবার মধ্যরাতেই রাজ্যের নানা দিকে রওনা দেন তদন্তকারীরা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।
বালি পাচার মামলায় কলকাতার একাধিক জায়গায় হানা ইডির
বালি পাচার মামলায় কলকাতার একাধিক জায়গায় হানা ইডির
advertisement

সোমবার ভোরে প্রায় একই সময়ে প্রতিটি জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়। তল্লাশি চলছে উত্তর ২৪ পরগনা, নদিয়ার বেশ কয়েকটি ঠিকানাতেও। সল্টলেকের সেক্টর ফাইভে জিডি মাইনিং নামক একটি কোম্পানিতে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। অরুণ সারাফের ২২ তলার অফিসে। মূলত বিষয় বেআইনি বালি পাচার। বালি খাদান নিতেন সরকারি নিয়ম মেনে। তারপরেই সেখান থেকে বালি তুলত অবৈধভাবে এবং এই সমস্ত ব্যবসার মাধ্যমে একাধিক ব্যক্তির টাকা যেমন তার ব্যবসায় খাটানো হয়েছিল পাশাপাশি বেশ কিছু প্রভাবশালীদের কালো টাকা সাদা করার প্রক্রিয়া চলছিল বলে খবর। এখনও পর্যন্ত ২২টি জায়গা যে তল্লাশি চালাচ্ছে ইডি এখনও পর্যন্ত ১০ থেকে ১২ লক্ষ টাকা উদ্ধার তবে সবটাই এখনও খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

আরও পড়ুন– আকাশ দিয়ে যাচ্ছিল একটি ভিভিআইপি বিমান, হঠাৎ সমুদ্র থেকে একটা ঢেউ ওঠায় বিমানের জিপিএস সিস্টেম জ্যাম হয়ে গেল ! ষড়যন্ত্র বুঝলে গায়ে কাঁটা দেবে

কলকাতায় বেহালার একটি ঠিকানায় তল্লাশি চলছে। তল্লাশি চলছে রিজেন্ট কলোনির একটি ঠিকানাতেও। তা ছাড়াও সল্টলেক, টালিগঞ্জের কয়েকটি ঠিকানায় তল্লাশি চলছে। তল্লাশি চলছে অরুণ শ্রফ নামের এক ব্যবসায়ীর বাড়িতে।

advertisement

আরও পড়ুন– একই নামের ২ ছবি, বাবারটা তেমন চলেনি, ২২ বছর পর ইতিহাস গড়লেন ছেলে ! ৫৮ কোটি টাকা বিনিয়োগ করে তুললেন ১৯৩ কোটি টাকা

অন্য দিকে, ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে জাহিরুল আলির বাড়িতে তল্লাশি চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাহিরুল বালির কারবারের সঙ্গে যুক্ত। তাঁর বালি খাদান রয়েছে। কেন্দ্রীয় বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে। জানা গিয়েছে, আগে তিনি ভিলেজ পুলিশ ছিলেন। পরে সেই চাকরি ছেড়ে বালির কারবার শুরু করেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ভোর থেকেই চলছে তল্লাশি ! বালি পাচার মামলায় কলকাতার একাধিক জায়গায় হানা ইডির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল