TRENDING:

Ed in Kolkata: বিরাট দল নিয়ে কলকাতায় ফের ইডি-র বড় অভিযান, ৩ জায়গায় হানা! চলছে চিরুণি তল্লাশি

Last Updated:

Ed in Kolkata: গার্ডেনরিচ কাণ্ডে আমির খানের ঘনিষ্ঠ উমেশ আগারওয়াল নামে এক ব্যবসায়ীর উল্টোডাঙার বাড়িতে ইডির হানা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফের কলকাতা শহরে ইডি হানা। গার্ডেনরিচের আমির খান কাণ্ডের ঘটনার সঙ্গে যুক্ত এক ব্যক্তির বাড়িতে ইডি হানা দিয়েছে বলে খবর। তবে, ইডি সূত্রে খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তিনটি টিম হানা দিয়েছে শহরের বিভিন্ন জায়গায়। একটা টিম গিয়েছে যাদবপুরের দিকে, একটি পার্ক স্টিট ও একটি টিম উল্টোডাঙ্গার দিকে।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

গার্ডেনরিচ কাণ্ডে আমির খানের ঘনিষ্ঠ উমেশ আগারওয়াল নামে এক ব্যবসায়ীর উল্টোডাঙার বাড়িতে ইডির হানা। ব্যবসায়ীর বাড়িতে ও অফিসে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, উমেশ আগারওয়ালের বাড়িতে একটি আলমারির লকআপ ভাঙা হয়েছে। সেখান থেকে একটি ল্যাপটপ পাওয়া গিয়েছে এবং সেটাই খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। যদিও ইডি-র অপর একটি সূত্র বলছে, দুপুর থেকেই ব্যবসায়ী উমেশ আগরওয়ালের ফ্ল্যাট ও একই বিল্ডিংয়ের দুটি অফিসে তল্লাশি চালাচ্ছে ইডি।

advertisement

আরও পড়ুন: বিজেপি ছাড়ছেন? সুকান্তকে বেনজির আক্রমণ শানিয়ে বিস্ফোরক সৌমিত্র খাঁ

আরও পড়ুন: মালবাজার থেকে পর্যটন, পঞ্চায়েতের আগেই উত্তরবঙ্গে একের পর এক মাস্টারস্ট্রোক মমতার

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

সন্ধ্যায় আরও বড় টিম উল্টোডাঙায় গিয়েছে বলে সূত্রের খবর। মহিলা আধিকারিকরাও রয়েছেন সেই টিমে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Ed in Kolkata: বিরাট দল নিয়ে কলকাতায় ফের ইডি-র বড় অভিযান, ৩ জায়গায় হানা! চলছে চিরুণি তল্লাশি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল