আরও পড়ুন– ঠান্ডা এখনই ছেড়ে যাবে না, জেনে নিন কেন শীত এবার দীর্ঘস্থায়ী হচ্ছে পশ্চিমবঙ্গে
কয়লাকাণ্ডের পুরনো মামলায় হঠাৎ তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল সকাল নির্বাচনী কৌশল রচনাকারী সংস্থা I-PAC কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। সল্টলেকে সংস্থার অফিসেও উপস্থিত হন তদন্তকারীরা। আর সেই খবর পেয়েই প্রতীক জৈনের বাড়িতে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা। খালি হাতে প্রতীকের বাড়িতে ঢুকেছিলেন মমতা। কিন্তু বেরিয়ে আসেন একটি সবুজ ফাইল হাতে নিয়ে। আর সেখান থেকে বেরিয়ে মারাত্মক অভিযোগ তোলেন মমতা। I-PAC-এর কাছ থেকে তৃণমূলের প্রার্থিতালিকা, নির্বাচনী কৌশল, দলের ভিতরকার তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ তোলেন তিনি।
advertisement
বৃহস্পতিবার সকাল থেকে প্রতীকের বাড়ি এবং দফতরে তল্লাশি চালাচ্ছে ইডি। তার মধ্যেই দু’জায়গাতেই পৌঁছে গেলেন মমতা। রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সল্টলেকের দফতরে হানা দিল ইডি। ইডির আধিকারিকেরা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও গিয়েছিলেন তিনি। ইডি সূত্রে খবর, দিল্লির এক পুরনো মামলার জন্যই এই অভিযান।
সেক্টর ফাইভের একটি বহুতলের ১১ তলায় আইপ্যাকের দফতর। ওই তলাটি ‘সিল’ করে দেয় কেন্দ্রীয় বাহিনী। ইডি-র দল আইপ্যাক-এর দফতরে যখন থেকে তল্লাশি শুরু করে তখন থেকেই কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছিল। তার পরেই সেখানে বাহিনী বাড়াতে শুরু করে বিধাননগর পুলিশ কমিশনারটেও। মুখ্যমন্ত্রী যাওয়ার পরে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ে। পাল্লা দিয়ে বাহিনী বাড়ায় বিধাননগর পুলিশও।
