TRENDING:

Ed on Arpita Mukherjee: অর্পিতার বাড়িতে এল আরও টাকা গোনার মেশিন, টাকার পাহাড়ের খোঁজ পেল ইডি? তুমুল শোরগোল

Last Updated:

Ed on Arpita Mukherjee: শুধু ২১ কোটি টাকাই নয়, অর্পিতার ফ্ল্যাট থেকে ২০ টি মোবাইল, ৭৫ লক্ষ টাকার সোনা ও ৫০ লক্ষেরও বেশি বিদেশি মুদ্রা পাওয়া গিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এসএসসি দুর্নীতি কাণ্ডে তদন্ত করতে গিয়ে দক্ষিণ কলকাতায় এক অভিজাত আবাসনে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকা উদ্ধার হয়েছে৷ কেন্দ্রীয় তদন্ত সংস্থা উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকার ছবি প্রকাশও করেছে৷ ইডি সূত্রে খবর, দু’টি বস্তায় ২০০০ ও ৫০০ টাকার নোটের বান্ডিলে রাখা ছিল এই বিপুল পরিমান টাকা৷ তদন্তকারীদের অনুমান, এই টাকা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত৷ এই মর্মে টাকার ছবি ও এই ধারণা ট্যুইট করা হয় ইডি-র ট্যুইটার হ্যান্ডল থেকে৷ কিন্তু শুধু তাই নয়, শুক্রবার ওই বিপুল পরিমান টাকা পাওয়ার পর শনিবারও অর্পিতার বাড়িতে আনা হয় আরও টাকা গোনার মেশিন। আর সেই সূত্রেই অনেকের ধারনা, আরও টাকার কি হদিশ পেল ইডি?
বাড়িতে টাকার পাহাড়
বাড়িতে টাকার পাহাড়
advertisement

ইডি সূত্রের খবর, শুধু ২১ কোটি টাকাই নয়, অর্পিতার ফ্ল্যাট থেকে ২০ টি মোবাইল, ৭৫ লক্ষ টাকার সোনা ও ৫০ লক্ষেরও বেশি বিদেশি মুদ্রা পাওয়া গিয়েছে৷ ইডি সূত্রে খবর শনিবার সকালে অর্পিতাকে গ্রেফতার করা হয়েছে৷ উদ্ধার হওয়া টাকা ও অন্যান্য জিনিস কোন সূত্রে তাঁর ফ্ল্যাটে এসেছে তার কোনও সুত্তর তিনি দিতে পারেননি বলে দবি ইডি-র৷

advertisement

আরও পড়ুন: 'পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না', পরিষদীয় মন্ত্রীর গ্রেফতারিতে 'নিয়ম' মনে করালেন স্পিকার

হঠাৎ করে শিরোনামে উঠে আসা এই অর্পিতা মুখোপাধ্যায় কে? জানা গিয়েছে, তিনি ছিলেন একজন অভিনেত্রী৷ বাংলা, ওড়িয়া এবং তামিল ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন৷ তাঁর ফেসবুক বায়ো বলছে, ‘‘একজন বহুমুখী প্রতিভার অধিকারী, যিনি টলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন৷’’ অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিং ও প্রযোজনার সঙ্গেও যুক্ত৷ কলকাতায় একাধিক ফ্ল্যাট আছে তাঁর৷

advertisement

আরও পড়ুন: ইডির উদ্ধার করা টাকার সঙ্গে কোনও সম্পর্ক নেই, সুব্রত-তাপস পালদের প্রসঙ্গ তুলছে তৃণমূল

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমের জাগ্রত লোবা মায়ের ঐতিহ্যবাহী রীতিনীতি! পুজোর সঙ্গে জড়িয়ে ৩০০ বছরের প্রাচীন ইতিহাস
আরও দেখুন

বেলঘরিয়ার দেওয়ান পাড়ায় আবদুল লতিফ স্ট্রিটে অর্পিতার বাড়ি। সেখানে থাকেন তাঁর মা মিনতিদেবী। বোনের বিয়ে হয়ে গিয়েছে। অর্পিতা মডেলিং করতেন। সেখান থেকেই উত্থান। এর উত্তর-দক্ষিণে কয়েকটি নেল আর্টের স্যাঁলো খোলেন তিনি। রথতলায় ফ্ল্যাটও তখনই কেনা। তবে মায়ের কাছে বেলঘরিয়াতেই থাকতেন অর্পিতা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Ed on Arpita Mukherjee: অর্পিতার বাড়িতে এল আরও টাকা গোনার মেশিন, টাকার পাহাড়ের খোঁজ পেল ইডি? তুমুল শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল