তবে সব মেসেজ যে তারা পাচ্ছেন এমন নয়, উভয় পক্ষের একাধিক মেসেজ ডিলিট হয়েছে বলে দাবি তদন্তকারীদের। সাহায্য নেওয়া হবে ইডির নিজস্ব সাইবার বিশেষজ্ঞের। এমনকী সেই সকল মিডলম্যানের ভূমিকা খতিয়ে দেখতে চাইছেন ইডি কর্তারা।
আরও পড়ুন: নেতাজির স্বপ্নপূরণই আরএসএস-এর লক্ষ্য়, কলকাতায় দাবি ভাগবতের! কটাক্ষ অধীর-ফিরহাদের
সোমবার প্রথমে কুন্তল ঘোষের শারীরিক পরীক্ষা করা হবে, তারপরে জিজ্ঞাসাবাদ শুরু হবে। তার বাড়ি থেকে যে দুটি ডায়েরি বাজেয়াপ্ত করেছে ইডি, সেখানে টাকার অঙ্ক কোড নম্বর হিসেবে লেখা আছে। সেই সমস্ত বিষয় নিয়ে রবিবারও জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। সোমবারও জিজ্ঞাসাবাদ করা হবে। এই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হলে তদন্তকারী অফিসারদেরকে বিভ্রান্ত করছেন কুন্তল। তদন্তে অসহযোগিতাও করছেন।
advertisement
আরও পড়ুন: লুচি-আলুরদম খেয়েছিলেন, আজও নেতাজীর স্মৃতি বুকে নিয়ে জেগে আছে পাঁচথুপি গ্রাম
ইডি মনে করছে, এই ডায়েরিতেই টাকা লেনদেন সংক্রান্ত সমস্ত বিষয় লেখা আছে মনে করছে এখানেই সমস্ত রহস্য লুকিয়ে আছে। প্রত্যেকটি বয়ান ভিডিওগ্রাফি করা হচ্ছে, পাশাপাশি তার বয়ান লিপিবদ্ধ করা হচ্ছে। ইডি সূত্রের খবর যখনই তাঁকে তাপস মণ্ডল প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তিনি একাধিক প্রশ্নের উত্তর দিচ্ছেন, ডায়েরি সংক্রান্ত থেকে শুরু করে অন্য বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোন রকম সহযোগিতা করছেন না।