TRENDING:

Gardenreach money recovery: পাঁচ ট্রাঙ্কে ভরা ১৭ কোটি ৩২ লক্ষ টাকা! অবাক চোখে দেখল আমিরের প্রতিবেশীরা

Last Updated:

অনলাইন গেমিং অ্যাপের নাম করে বিপুল আয়ের লোভ দেখিয়ে সাধারণ মানুষের থেকে টাকা হাতানোর অভিযোগ ছিল আমির খান নামের ওই ব্যবসায়ীর বিরুদ্ধে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের বাড়ি থেকে শেষ পর্যন্ত উদ্ধার হল ১৭ কোটি ৩২ লক্ষ টাকা৷ প্রায় দশ ঘণ্টা ধরে উদ্ধার হওয়া টাকা গোনার পর ইডি-র তরফে এই অঙ্ক জানানো হয়৷ উদ্ধার হওয়া টাকা কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় রাতেই স্ট্র্যান্ড রোডে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দফতরে নিয়ে যাওয়া হয়৷ যদিও এখনও খোঁজ নেই পলাতক আমিরের৷ তাঁর তিনটি মোবাইলই সুইচড অফ৷ আমিরকে না পেলেও তার ভাইকে আটক করেছে ইডি৷
আমির খানের বাড়ি থেকে বের করে আনা হচ্ছে ট্রাঙ্ক ভর্তি টাকা৷
আমির খানের বাড়ি থেকে বের করে আনা হচ্ছে ট্রাঙ্ক ভর্তি টাকা৷
advertisement

অনলাইন গেমিং অ্যাপের নাম করে বিপুল আয়ের লোভ দেখিয়ে সাধারণ মানুষের থেকে টাকা হাতানোর অভিযোগ ছিল আমির খান নামের ওই ব্যবসায়ীর বিরুদ্ধে৷ সবমিলিয়ে প্রায় ৬৫ থেকে ৭০ কোটি টাকা প্রতারণার অভিযোগ ছিল৷ গোটা দেশেই এই প্রতারণার জাল ছড়ানো ছিল৷

আরও পড়ুন: টালির বাড়ি থেকে খাটের নীচে ১৭ কোটি! আমিরের কীর্তিতে হতবাক গার্ডেনরিচ

advertisement

নির্দিষ্ট খবরের ভিত্তিতেই এ দিন সকালে গার্ডেনরিচের শাহি আস্তাবল এলাকায় হানা দেন ইডি গোয়েন্দারা৷ মূল অভিযুক্ত আমির খানের আরও বেশ কয়েকটি বাড়ি এবং অফিসে শুরু হয় তল্লাশি৷ প্রথমে খোঁজ না পেলেও গার্ডেনরিচে আমিরের বাড়ির দোতলার ঘরে খাটের নীচ থেকে প্রথম টাকা উদ্ধার হয়৷ সেই শুরু৷ বিপুল পরিমাণ টাকা গুনতে নিয়ে আসা হয় ব্যাঙ্কের কর্মীদের৷ সঙ্গে আনা হয় আটটি টাকা গোনার যন্ত্র৷ এর পর যত সময় গড়িয়েছে, টাকার অঙ্ক বেড়েছে৷ সন্ধে সাড়ে ছ' টা নাগাদ অঙ্কটা বেড়ে দাঁড়ায় ১৬ কোটি৷

advertisement

এর পরে এক সময় খবর ছড়িয়ে পড়ে, উদ্ধার হওয়া টাকার অঙ্ক ১৮ কোটি ছুঁয়েছে৷ যদিও শেষ পর্যন্ত ১৭ কোটি ৩২ লক্ষ টাকা উদ্ধার হয়৷ টাকা গোনার জন্য মোট দশ যন্ত্র নিয়ে আসা হয়েছিল৷ ছিলেন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মীরাও৷ রাত প্রায় সাড়ে আটটা পর্যন্ত টাকা গোনার কাজ চলে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

টাকা গোনা শেষে ট্রাঙ্কে করে বিপুল পরিমাণ সেই অর্থ বের করা হয়৷ আগে থেকেই টাকা নিয়ে যাওয়ার জন্য ট্রাক তৈরি ছিল৷ পাঁচটি ট্রাঙ্কে ভরে মোট ১৭ কোটি ৩২ লক্ষ টাকা বের করে আনেন ইডি-র আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ অবাক চোখে তখন সেদিকে চেয়ে থাকল ভিড় করা জনতা! ছাপোষা বাড়িতে যে টাকার পাহাড় ছিল, তা যেন তখনও তাঁদের বিশ্বাস হচ্ছিল না৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Gardenreach money recovery: পাঁচ ট্রাঙ্কে ভরা ১৭ কোটি ৩২ লক্ষ টাকা! অবাক চোখে দেখল আমিরের প্রতিবেশীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল