TRENDING:

Sheikh Shahjahan: কত কোটির সম্পত্তির মালিক শাহজাহান? বড় পদক্ষেপ ইডি-র, অঙ্কটা জানলে চমকে উঠবেন

Last Updated:

এ দিনও শাহজাহানকে সিবিআই-এর হাতে তুলে দেওয়ার জন্য সিআইডি-কে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সন্দেশখালি কাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহানের প্রায় ১৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি৷ এ দিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে ইডি-র পক্ষ থেকেই এ কথা জানানো হয়েছে৷ সবমিলিয়ে শেখ শাহজাহানের নামে থাকা ১৪টি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি৷ এ ছাড়াও বহিষ্কৃত তৃণমূল নেতার দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে৷
শাহজাহানের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি৷
শাহজাহানের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি৷
advertisement

ইডি-র পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, উত্তর চব্বিশ পরগণার সড়বেড়িয়া, সন্দেশখালি এবং কলকাতায় শাহজাহানের নামে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে৷ যার মধ্যে রয়েছে চাষের জমি, মাছের ভেড়ি, জমি এবং বাড়ি৷ যার মোট বাজারমূল্য প্রায় ১২ কোটি ৭৮ লক্ষ টাকা৷

আরও পড়ুন: ভবানী ভবনে দু’ ঘণ্টার নাটক! শাহজাহানকে না নিয়েই খালি হাতে ফিরল সিবিআই

advertisement

গত জানুয়ারি মাসে শেখ শাহজাহানের সন্দেশখালির বাড়িতে গিয়েই আক্রান্ত হয় ইডি৷ এর পর থেকেই গা ঢাকা দেন সন্দেশখালির দাপুটে নেতা৷ এর পর শাহজাহান এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে সন্দেশখালিতে জনরোষ প্রকাশ্যে আসে৷ সন্দেশখালি উত্তপ্ত হয়ে ওঠার পর কয়েক দিন শেষ পর্যন্ত শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ৷ বর্তমানে শাহজাহান সিআইডি হেফাজতে রয়েছে৷

advertisement

এ দিনও শাহজাহানকে সিবিআই-এর হাতে তুলে দেওয়ার জন্য সিআইডি-কে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ সন্দেশখালি কাণ্ডের তদন্তভারও সিবিআই-কে দেয় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ এই নির্দেশের বিরোধিতায় সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার৷ যদিও রাজ্যের জরুরি শুনানির আর্জি নাকচ করে দেয় শীর্ষ আদালত৷

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

এর পরই এ দিন বিকেলে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো শাহজাহানকে হেফাজতে নিতে ভবানী ভবনে যায় সিবিআই-এর দল৷ কিন্তু প্রায় দু ঘণ্টার অপেক্ষার পরেও সিবিআই-এর হাতে শাহজাহানকে তুলে দিতে অস্বীকার করে সিআইডি৷ সূত্রের খবর, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করেছে, এই যুক্তিতেই শাহজাহানকে সিবিআই-এর হাতে তুলে দেয়নি রাজ্যের তদন্তকারী সংস্থা৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sheikh Shahjahan: কত কোটির সম্পত্তির মালিক শাহজাহান? বড় পদক্ষেপ ইডি-র, অঙ্কটা জানলে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল