মূলত যাত্রী নিরাপত্তার কথা ভেবেই কড়া পদক্ষেপ করতে তৎপর রেল। তবে ইট ছোড়ার ঘটনায় যাত্রীরা যাতে কোনওভাবেই উদ্বিগ্ন না হয়ে পড়েন, তার জন্য রেলের পক্ষ থেকে আশ্বস্তও করা হয়েছে। পূর্ব রেলের আধিকারিকরা জানিয়েছেন, "যাত্রীরা কোনওভাবেই উদ্বিগ্ন হবেন না। যাত্রীদের কোনও অসুবিধা হবে না।” পূর্ব রেলের এক কর্তা জানিয়েছেন, ‘‘ট্রেনে পাথর ছোড়ার প্রবণতা একটা সামাজিক ব্যাধি। অপরাধ হিসেবে এর মোকাবিলা করার পাশাপাশি স্থানীয় স্তরে এই বিষয়ে সচেতনতাই ওই প্রবণতা রুখতে পারে।’’
advertisement
আরও পড়ুন - Panchayat Elections 2023: কঠিন সময়, চ্যালেঞ্জ অনেক, পঞ্চায়েতের আগে আজ মেগা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়
আরও পড়ুন - Jalpaiguri News|| পরিকাঠামো, পড়ুয়ার অভাবে ধুঁকছে স্কুল! রাত নামলেই বসে মদের আসর
ভারতের জন্য ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস যেন গর্বের ফোয়ারা। মোট তিনটি ছবি মনোনীত হয়েছিল এবারের অস্কারে। সেখান থেকে দু’টি ছবিই পুরস্কার ঘরে আনতে পেরেছে। অনুষ্ঠানে ভারতের হয়ে প্রথম অস্কার পেল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র হিসেবে পুরস্কৃত। দ্বিতীয়, আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’ অস্কারের মঞ্চে সেরা অরিজিনাল গানের ক্যাটাগরিতে পুরস্কার পেল। সারা বিশ্বের মতো গোটা দেশেও হইহই শুরু হয়েছে। জোড়া অস্কার নিয়ে মাতামাতি চলছে চারদিকে। যদিও এই ছবি তেলুগু ইন্ডাস্ট্রির, কিন্তু বলিউডের তারকারাও গর্ববোধ করছেন দেশের জন্য।,