এদিন পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানায় ১৯ জন মোবাইল মালিকের হাতে তাঁদের হারিয়ে যাওয়া মোবাইল তুলে দেন পুলিশ সুপার মিতুন কুমার দে। চুরি এবং খোয়া যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি সকলেই।
আরও পড়ুন: ধ্বংসস্তূপ সরাতেই বেরিয়ে এল…! আনন্দপুরে উদ্ধার আরও ৪ অগ্নিদগ্ধ দেহ, মৃতের সংখ্যা বেড়ে ২৫
advertisement
এর পাশাপাশি ভগবানপুর থানায় মালখানারও উদ্বোধন করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন অপরাধ মামলায় সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে সিজ হওয়া জিনিসপত্র খুঁজে বের করতে বা মামলা স্থানান্তরের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হত।
মালখানায় সঠিকভাবে বাজেয়াপ্ত হওয়া বিভিন্ন ঘটনার সাক্ষ্য জিনিসপত্র জাতীয় সঠিক সময়ে আদালতে মামলার কাজে লাগতে পারে সেজন্য প্রতিটি ঘটনার সমস্ত জিনিসকে একটি মোড়কে রেখে তাতে বারকোড লাগানো হয়েছে। সেই বারকোড স্ক্যান করলেই ঘটনার সমস্ত বিবরণ পাওয়া যাবে। যাতে দ্রুত ওই তদন্তের সহযোগিতায় আসবে। পূর্ব মেদিনীপুর জেলার সব থানায় এই ধরনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার।
