বাঁধন যে ছিল না,সেটা আরও একবার প্রমাণিত। ফেড শেষের পরই কটক ছেড়ে যে যার মত কলকাতার পথে। একমাসে দুটো ডার্বির হারে দুঃখ নেই। মরশুম শেষে বাড়ি ফেরার তাড়া। টিমবাসের জন্য অপেক্ষা, ক্লাব ম্যানেজমেন্টের তোয়াক্কা না করেই ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দীতে কলকাতা ফিরলেন অর্ণব, মেহতাবরা। টিকিট কনফার্ম হয়নি। জেনারেল কম্পার্টমেন্টে উঠে পড়লেন লাল-হলুদ ফুটবলাররা। কেউ কামরার মধ্যে দাঁড়িয়ে, তো কেউ বাথরুমের পাশে মেঝেতে বসে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ছবি। ডার্বি দেখে সেই ট্রেনেই ফিরছিলেন মোহনবাগান সমর্থকরা। ইস্টবেঙ্গল ফুটবলারদের নিজেদের আসন ছেড়ে দেন তারা।
advertisement
পেশার তাগিদে ফুটবলারদের বাড়িঘর ছেড়ে থাকতে হয় সবাই জানে। কিন্তু তা বলে এইভাবে ফিরতে হবে ! ক্লাব তড়িঘড়ি ফ্লাইট টিকিটের ব্যবস্থা করতে পারেনি। এসি ভলভোর ব্যবস্থা করার আগেই হোটেল ছেড়ে বেরিয়ে পড়়েন ফুটবলাররা।