TRENDING:

Durga Puja 2022: পুজোর আগেই পর্যটকদের জন্য বড় সুখবর, জেলায় জেলায় পর্যটন কেন্দ্রগুলিতে এবার চমক

Last Updated:

Durga Puja Tourism: রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিতে বাংলার গ্রামীণ শিল্পকে তুলে ধরতে কিয়স্ক তৈরির মডেল চূড়ান্ত করে দিল রাজ্য। পর্যটন, খাদি ও গ্রামীণ শিল্প কেন্দ্র,বিবিএমসি, বন দফতর, রেশম শিল্প ও  পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠী ‘আনন্দধারা এই কিয়স্কগুলি দায়িত্ব থাকবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ১ অক্টোবর দুর্গা পুজো শুরু হচ্ছে। তার আগেই রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিতে বাংলার গ্রামীণ শিল্পকে তুলে ধরতে কিয়স্ক তৈরির মডেল চূড়ান্ত করে দিল রাজ্য। পর্যটন, খাদি ও গ্রামীণ শিল্প কেন্দ্র,বিবিএমসি, বন দফতর, রেশম শিল্প ও  পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠী ‘আনন্দধারা এই কিয়স্কগুলি দায়িত্ব থাকবেন। সর্বত্রই থাকবে একই মডেলের কিয়স্ক। সেখানে বাংলার হস্ত শিল্প, তাঁদের কাপড়ের পাশাপাশি পর্যটন কেন্দ্রিক নানা স্মারক বিক্রি ব্যবস্থা থাকবে। যাঁরা কিয়স্কে সেলসম্যান হিসেবে উপস্থিত থাকবেন তাদের পোষাক কি হবে তাও ঠিক করে দিয়েছে। কোথাও কোনও ব্যাতিক্রম হতে দেওয়া যাবে না। সারা রাজ্যে ৩০ সেপ্টেম্বর থেকে এই কিয়স্ক চালু করতে চায় নবান্ন। জেলাশাসকদের জানিয়ে দেওয়া হয়েছে এই দিনক্ষণ।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

রাজ্যের ক্ষুদ্র্,মাঝারি ও কুটির শিল্প দফতরের সচিব রাজেশ পাণ্ডে বৃহস্পতিবার পর্যটন কেন্দ্রিক ১১ জেলাকে কিয়স্কের নকশা অনুমোদন করে পাঠিয়ে দিয়েছে। এই তালিকায় রয়েছে কলকাতাও। শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা, নন্দন ও আলিপুর চিড়িয়াখানায় থাকবে এই কিয়স্ক।

আরও পড়ুন: নজর কাড়বে 'লক্ষ্মীর ভান্ডার'! তৈরি হচ্ছে থিম সং! দুর্গাপুজো পদযাত্রার ১৭ দফা গাইডলাইন জারি...

advertisement

বাকি দশ জেলা হল আলিপুরদুয়ার, দার্জিলিঙ, কালিম্পং,মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, কোচবিহার, পূর্ব মেদিনীপুর,নদীয়া, বাঁকুড়া।  জেলাশাসকদের তিনি চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন, জেলাপরিষদকে দিয়ে তাদের অনুমোদন করা নকশা মেনে এই কিয়স্ক নির্মাণ করার ব্যবস্থা করতে হবে। যা খরচ হবে সংশ্লিষ্ট দফতর তা দেবে। আনন্দধারার স্বনির্ভর গোষ্ঠীর কিয়স্কগুলিতে যারা সেলসম্যান হিসেবে উপস্থিত থাকবেন তাদের তিন মাসের বেতনও মেটাবে সরকার। পরে সংশ্লিষ্ট স্বনির্ভর গোষ্ঠীকে পণ্য বিক্রি করে টাকা তুলতে হবে।

advertisement

আরও পড়ুন: নিশানায় এবার অভিষেক! নারদ কাণ্ড নিয়ে 'বিরাট' অভিযোগ শুভেন্দু অধিকারীর

প্রসঙ্গত রাজ্য সরকার পর্যটন কেন্দ্রগুলিতে এই কিয়স্ক করার  জন্য নবান্ন আগেই জেলাশাসকদের জায়গা চিহ্নিত করতে নির্দেশ দিয়েছিল। কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর ঐতিহ্যের বিশ্বজনীনতার স্বীকৃতির ফলে এবার পুজোতে দেশ বিদেশের পর্যটক রাজ্যে বাড়বে বলে মেন করছে পর্যটন দপ্তর। তাই পুজোর আগেই পর্যটন কেন্দ্রগুলি ভাল করে পরিচ্ছন্ন করার উদ্যোগ নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ব্যবস্থা করা হচ্ছে নিরাপত্তার। পানীয় জল থেকে শৌচালয় সবরকম পরিষেবার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রয়োজন মতো সিসিটিভি লাগাতে বলা হয়েছে। কোভিডের জেরে গত দুই বছর রাজ্যে পর্যটন ব্যবসা মার খেয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায় 

বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja 2022: পুজোর আগেই পর্যটকদের জন্য বড় সুখবর, জেলায় জেলায় পর্যটন কেন্দ্রগুলিতে এবার চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল