রাজ্যের ক্ষুদ্র্,মাঝারি ও কুটির শিল্প দফতরের সচিব রাজেশ পাণ্ডে বৃহস্পতিবার পর্যটন কেন্দ্রিক ১১ জেলাকে কিয়স্কের নকশা অনুমোদন করে পাঠিয়ে দিয়েছে। এই তালিকায় রয়েছে কলকাতাও। শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা, নন্দন ও আলিপুর চিড়িয়াখানায় থাকবে এই কিয়স্ক।
advertisement
বাকি দশ জেলা হল আলিপুরদুয়ার, দার্জিলিঙ, কালিম্পং,মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, কোচবিহার, পূর্ব মেদিনীপুর,নদীয়া, বাঁকুড়া। জেলাশাসকদের তিনি চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন, জেলাপরিষদকে দিয়ে তাদের অনুমোদন করা নকশা মেনে এই কিয়স্ক নির্মাণ করার ব্যবস্থা করতে হবে। যা খরচ হবে সংশ্লিষ্ট দফতর তা দেবে। আনন্দধারার স্বনির্ভর গোষ্ঠীর কিয়স্কগুলিতে যারা সেলসম্যান হিসেবে উপস্থিত থাকবেন তাদের তিন মাসের বেতনও মেটাবে সরকার। পরে সংশ্লিষ্ট স্বনির্ভর গোষ্ঠীকে পণ্য বিক্রি করে টাকা তুলতে হবে।
আরও পড়ুন: নিশানায় এবার অভিষেক! নারদ কাণ্ড নিয়ে 'বিরাট' অভিযোগ শুভেন্দু অধিকারীর
প্রসঙ্গত রাজ্য সরকার পর্যটন কেন্দ্রগুলিতে এই কিয়স্ক করার জন্য নবান্ন আগেই জেলাশাসকদের জায়গা চিহ্নিত করতে নির্দেশ দিয়েছিল। কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর ঐতিহ্যের বিশ্বজনীনতার স্বীকৃতির ফলে এবার পুজোতে দেশ বিদেশের পর্যটক রাজ্যে বাড়বে বলে মেন করছে পর্যটন দপ্তর। তাই পুজোর আগেই পর্যটন কেন্দ্রগুলি ভাল করে পরিচ্ছন্ন করার উদ্যোগ নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ব্যবস্থা করা হচ্ছে নিরাপত্তার। পানীয় জল থেকে শৌচালয় সবরকম পরিষেবার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রয়োজন মতো সিসিটিভি লাগাতে বলা হয়েছে। কোভিডের জেরে গত দুই বছর রাজ্যে পর্যটন ব্যবসা মার খেয়েছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়