TRENDING:

মায়ের পুজোর চারদিন ভিটে হারানোর যন্ত্রণা ভুলতে চায় বউবাজার

Last Updated:

মেট্রোর কাজের জন্য এই এলাকার বাসিন্দারা ভিটে হারা। তার মধ্যেও পুজো করবে এলাকার 15 থেকে 16টি পরিবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রস্তুতি কিছুই হয়নি। তবুও পুজো করবেন বউবাজারের স্যাকরাপাড়ার বাসিন্দারা। গত শনিবার মিলেছে অনুমতি। ৫৮ বছরে এই পুজোর ক্যাচলাইন মহাপ্রলয়ের ধ্বংসস্তুপে মা আসুক শান্তিরূপে।
advertisement

৫৮ বছরে মধ্য কলকাতার স্যাকরাপাড়া যুবক সমিতির ব্যানারেও সেই বাড়ি ভাঙার স্মৃতি। মেট্রোর কাজের জন্য এই এলাকার বাসিন্দারা ভিটে হারা। তার মধ্যেও পুজো করবে এলাকার 15 থেকে 16টি পরিবার। অনেক টালবাহানার পর গত শনিবার পুজো করার অনুমতি দিয়েছে পুলিশ। স্থান বদলে ট্রাম লাইন থেকে পনেরো মিটার দূরে স্যাকরাপাড়ার গলির মুখে হবে এই পুজো। পুজো কমিটি তৈরি হয়নি। বাজেট নেই। সাহায্য যা এসেছে তা সরকারের তরফে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলাশয়ে দেশীয় মাছের শত্রুর হানা! খেয়ে সাবাড় করে দিচ্ছে সমস্ত কিছু
আরও দেখুন

বারোয়ারি তকমায় তাদের আপত্তি আছে। নবমীর ভোগ এখন তাদের কাছে অতীত। তবু, পুজোর চারটে দিন শান্তিরূপে দুর্গার আরাধনাতেই ভিটে হারানোর যন্ত্রণা ভুলতে চান বাসিন্দারা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
মায়ের পুজোর চারদিন ভিটে হারানোর যন্ত্রণা ভুলতে চায় বউবাজার