TRENDING:

Durga Puja Carnival 2022: থাকছে ৯৫ পুজো কমিটি! ঝড়ের গতিতে ফুরোচ্ছে আমন্ত্রণপত্র! দুর্গাপুজো 'কার্নিভাল' ঘিরে সাজছে রেড রোড

Last Updated:

Durga Puja Carnival 2022: রেড রোডের এই কার্নিভাল অনুষ্ঠানে কলকাতার পাশাপাশি সল্টলেকেরও কয়েকটি পুজো কমিটি যোগ দেবে বলেই জানা গেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : শনিবার রেড রোডে পুজোর কার্নিভালের মূল অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে রেড রোডে সাজো সাজো রব। রাজবাড়ির আদলে তৈরি করা হচ্ছে মূল মঞ্চ। থাকছে বিদেশের প্রতিনিধিদের জন্য আলাদা করে বসার জায়গা। এদিকে রেড রোডের কার্নিভালের পাশের চাহিদা এতটাই যে ২০ হাজার আমন্ত্রণপত্র ইতিমধ্যেই শেষ হয়ে গেছে।কয়েক হাজার দর্শক আসবেন তা অনুমান করেই রেড রোডে দুপাশে থাকছে বিস্তর বসার জায়গা।
রেড রোড দুর্গাপুজো কার্নিভাল
Representative Image
রেড রোড দুর্গাপুজো কার্নিভাল Representative Image
advertisement

নবান্ন সূত্রে খবর মোট ৯৫টি পূজো কমিটি এই রেড রোডের কার্নিভালে যোগ দিতে চলেছেন। যার মধ্যে উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার পাশাপাশি সল্টলেকের ও কয়েকটি পুজো কমিটি রয়েছে। ঠিক আছে দক্ষিণ কলকাতা থেকেই বেশি পুজো কমিটি যোগ দেবে এই কার্নিভালে বলেই এখনও পর্যন্ত ঠিক রয়েছে। রেড রোডে এই অনুষ্ঠান বিকেল সাড়ে চারটে থেকে শুরু হওয়ার কথা। প্রায় তিন ঘণ্টার অনুষ্ঠান হবে বলে এখনও পর্যন্ত ঠিক রয়েছে। এই অনুষ্ঠানে প্রত্যেকটি পুজো কমিটিকে দু মিনিট থেকে তিন মিনিটের মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করতে হবে মূল মঞ্চের সামনে।

advertisement

আরও পড়ুন : পুজোর কার্নিভাল কি মাটি করবে বৃষ্টি? আবহাওয়ার বড় পূর্বাভাস! লেটেস্ট ওয়েদার আপডেট

পাশাপাশি সর্বোচ্চ ৫০ জন সদস্য সদস্যদের নিয়ে তারা আসতে পারেন এমনটাই জানানো হয়েছে ক্লাবগুলিকে। রেড রোডের এই মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল ডোনা গাঙ্গুলীর একাডেমির পারফরম্যান্স দিয়ে। কিন্তু তিনি আপাতত অসুস্থ থাকায় সেই অনুষ্ঠান হবে হলেও ডোনা গঙ্গোপাধ্যায় নৃত্যানুষ্ঠান পরিবেশন করতে পারবেন না বলেই জানা গিয়েছে।

advertisement

পাশাপাশি রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইউনেস্কোর প্রতিনিধিরাও। উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত দুবছর করোনা পরিস্থিতির কারণে রেড রোডে এই কার্নিভাল আয়োজন করা যায়নি। তার আগে রেড রোডে এই কার্নিভাল আয়োজিত হলেও এত বড় মাপের কার্নিভাল এর আগে হয়নি বলেই দাবি করছেন প্রশাসনিক মহলের আধিকারিকরা।

আরও পড়ুন : হড়পা বানে মাল নদীতে দুর্ঘটনা! 'মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে'... বিবৃতি পেশ করে জানাল নবান্ন

advertisement

বাংলার দুর্গা পুজোকে ইউনেস্কোর বিশেষ স্বীকৃতি পাওয়ার পর এত বড় মাপের কার্নিভালের আয়োজন হতে চলেছে এরা যে বলেই দাবি করছেন আধিকারিকরা। শনিবার রেড রোডে কার্নিভালের পাশাপাশি শুক্রবার বিভিন্ন জেলায় কার্নিভাল অনুষ্ঠান আয়োজিত হবে। তবে রেড রোডের এই কার্নিভালে যেসব পুজো কমিটিগুলি যোগ দেবেন তাদের সকাল ১১ টার মধ্যেই রিপোর্টিং করতে হবে রেড রোডে নির্দিষ্ট জায়গায়। এই কার্নিভালকে কেন্দ্র করে শনিবার বেশ কিছু জায়গায় যান নিয়ন্ত্রণ করা হবে বলেও জানা গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja Carnival 2022: থাকছে ৯৫ পুজো কমিটি! ঝড়ের গতিতে ফুরোচ্ছে আমন্ত্রণপত্র! দুর্গাপুজো 'কার্নিভাল' ঘিরে সাজছে রেড রোড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল