আরও পড়ুনঃ নায়িকা এখনও ‘একা’! ডিভোর্স হতে না হতেই ছাদনাতলায় শ্রাবন্তীর প্রাক্তন! পাত্রীটি কে জানেন?
পুজো কমিটিগুলিকে বিদ্যুতের বিলেও ৮০ শতাংশ ছাড় দেওয়ার জন্য সিইএসই এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদকে বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেছেন, আগামী ৫ অক্টোবর পুজো কার্নিভাল হবে কলকাতায়। তার আগে ২, ৩ এবং ৪ অক্টোবর— এই তিন দিন প্রতিমা বিসর্জন হবে।
advertisement
তিনি বলেন, ‘ আমাদের প্রাণের উৎসব এটা। ইউনেস্কো আমাদের মর্যাদা দিয়েছে। এটা ধরে রাখা আমাদের দায়িত্ব। কেউ কেউ আদালত চলে যায়। আবার কেউ কেউ বলে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পুজো করতে দেয় না। এখানে ঘরে ঘরে সরস্বতী , লক্ষ্মী পুজো হয়। আমি কেন সাহায্য করি তার জন্য আদালতে চলে যায়। আরে এর সাথে যুক্ত আছে অনেক মানুষের জীবন, অর্থনীতি।’
তিনি প্রতিটি পুজো কমিটিতে গাইডলাইন মানার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘ভীড় এড়াতে সেপারেট এন্ট্রি ও এক্সিট করুন। সব মন্ডপে আগুন নেভানোর যথাযথ ব্যবস্থা করুন। পাবলিক অ্যানাউসমেন্ট যথাযথ হয়। মন্ডপে কি করবেন আর করবেন না সেটা নজর রাখুন। একটা গাইডলাইন করুন। কোন ক্লাব কি পুজো, কি থিম করছে দেখে নিন। অনেক সময় ভীড় টানতে গিয়ে স্ট্যাম্পেড হয় না যেন।’।