এখানে দুর্গার সঙ্গে মা মনসার সামঞ্জস্য রেখে প্রতিমা তৈরি হয়েছে। আর পুজো মণ্ডপ অলংকরণ বলতে পুরাণ থেকে নানা তত্ত্ব,সঙ্গে মনসা মঙ্গলের চাঁদ সদাগরের কাহিনীর চালচিত্র তুলে ধরেছে রং তুলির টানে। পুজো মণ্ডপটি দেখে মনে হবে খালে ভাসমান। কোনও নৌকার উপর ঠাকুরের মণ্ডপ রয়েছে।পুজো মণ্ডপে দু’দিকে ছোট ছোট কার্ডের মতো করে নানা ছবি আঁকা রয়েছে। দেখলেই মনে হবে সোনালি কালির পেন দিয়ে আঁকা।আসলে ওগুলি কার্ডের উপর তামার তার দিয়ে সুনিপুণ শিল্প ভাস্কর্য ফুটিয়ে তুলেছে।এ ছাড়াও মঞ্চে বাঁশ, বেত ব্যবহার করে এক অন্য দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।
advertisement
আরও পড়ুন: আজ মহাষ্টমী, মণ্ডপে পুষ্পাঞ্জলিতে দেবীবন্দনা! সন্ধিপুজোর সময় জানুন
আরও পড়ুন: অষ্টমীতে দারুণ চমক! কুণালের পুজোয় হাজির রাজ্যপাল, দিলেন বড় বার্তা
পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে শিবাজী প্রতিম বসু জানান, “এই প্রজন্ম প্রায় ভুলে যেতে বসেছে আমাদের পুরাণের কাহিনী। তাই নতুনের সঙ্গে পুরনোর মেলবন্ধনকেই তুলে ধরা হয়েছে এর মাধ্যমে।” দেখা গেল, মণ্ডপে যারা আসছেন। তারা অনেক সময় ধরে প্রত্যেকটি শিল্পকলা খুঁতিয়ে দেখছেন। তবে শিবাজী বাবুর কথায়, এই সমস্ত শিল্পীরা কাজের অভাবে আসতে আসতে দুর্বল হয়ে পড়ছে । তাঁদেরই উৎসাহিত করার প্রচেষ্টা চালাচ্ছে এবি ব্লক আবাসিক সংঘ।