আরও পড়ুনঃ রাতের বেলাতেও শ্রীভূমিতে থিকথিক করছে লোক, দেখুন সেই ছবি
রবিবারের সন্ধ্যা। ভিআইপি রোডের বিমানবন্দরগামী রাস্তায়, উল্টোডাঙা উড়ালপুলের উপরে দীর্ঘ ক্ষণ যানজটে আটকে রইলেন বিমানযাত্রী, অসুস্থ রোগী ও বয়স্কেরা। ফ্লাইট মিস করার ভয় বিমানবন্দরের পৌঁছানো জন্য কাতর আর্তি যাত্রীদের। শ্রীভূমির জন্য ভিআইপি এবং ইএম বাইপাস তখন কার্যত স্তব্ধ।
advertisement
মহালয়ার দিন থেকেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুর দেখতে ভিড় করেন সকলে। কলকাতা পুলিশের কথা অনুসারে রবিবার লেক টাউনে ঘড়িমোড়ের কাছে ভিড় জমে তাই যানজট তৈরি হয়। অবশেষে, বিধাননগর পুলিশ কমিশনার গৌরব শর্মা রাস্তায় নামে সন্ধ্যায় যানজট নিয়ন্ত্রণ করতে। রাতে যানজট অল্প থাকলেও গাড়ির গতি বাড়ানো গিয়েছে।
তবে, বাস্তবে ঘটনা নাকি একদমই আলাদা। রাস্তার কিছু যাত্রীর কথায় রাত ন’টার পরেও প্রায় ঘণ্টাখানেক এক জায়গায় দাঁড়িয়ে ছিল। প্রতিবছর কলকাতা থেকে বিমানবন্দরগামী রাস্তায় ভিআইপি রোডে চরম হেনস্থা হতে হয় যাত্রীদের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুর দেখার জন্য। বাগুইআটি, তেঘরিয়া কিংবা কৈখালির বাসিন্দারা ইতিমধ্যেই ঘুরপথে যশোর রোড হয়ে দমদমের ভিতরের রাস্তা দিয়ে চলাচল শুরু করেছেন। ফলে ওই সব রাস্তাতেও বাড়ছে গাড়ির চাপ। এই এলাকায় থেকা বহু লোক বাড়িতে না থেকে হটেলে থাকে।