এবার বিশেষ চমক থাকছে কেষ্টপুর প্রফুল্লকানন (পশ্চিম) অধিবাসীবৃন্দ-এর ক্লাবের ৷ তাদের পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন সোনু সুদ৷ এই পুজোর প্রধান মুখ তিনিই৷ খুঁটি পুজোয় ভিডিও কলের মাধ্যমে উপস্থিত ছিলেন সোনু৷ প্রফুল্লকানন অধিবাসীবৃন্দ-এর জন্য বিশেষ সুভাচ্ছা বার্তা জানিয়েছেন বলিউড তারকা৷ তাঁর সঙ্গে মুম্বই দেখা করতে যাচ্ছেন ক্লাবের কর্মকর্তারা৷ কেষ্টপুর প্রফুল্লকানন (পশ্চিম) অধিবাসীবৃন্দের পক্ষ থেকে রঞ্জিত চক্রবর্তী জানান, ২০২০ সাল থেকেই এই পুজোর সঙ্গে সোনু সুদ যুক্ত৷ ২০২০ কোভিডের বাড়বাড়ন্তের সময় সোনুর কীভাবে সাহায্যের হাত বাড়িয়েছিলেন, তা সকলের জানা৷ আমাদের পূজোর থিম ছিল পরিযায়ী শ্রমিক৷ আমাদের এই পুজোর কথা জানতে পারেন তিনি৷
advertisement
দক্ষিণপাড়া সর্বোজনীন দুর্গোৎসব কমিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন মনামী ঘোষ এবং ঋতাভরী চক্রবর্তী৷ দুই টলিউড তারকাকে নিজেদের দুর্গাপুজোর সঙ্গে জুড়েছেন ক্লাব উদ্যোগতারা৷ দুর্গা রূপে মনামী এবং ঋতাভরীর ফোটোশ্যুট হয়ে গিয়েছে৷ প্রচারেও হতে শুরু করেছে ধীরে ধীরে৷ নিজের এই নতুন ভূমিকায় খুবই খুশি অভিনেত্রী মনামী৷
অন্যদিকে বাঘাযতীন তরুণ সংঘ ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন অভিনেত্রী অনুষা বিশ্বনাথন৷ তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি খুবই গর্বিত৷ কেরিয়ারের শুরুর দিকেই এমন সুযোগ পেয়ে তিনি খুশি৷ যদিও এখনও ফোটোশ্যুট হয়নি, বলছেন অনুষা৷ এই ক্লাবের সঙ্গে এক সময় যুক্ত ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার৷
পুজোর বাজারে চিরকালীন হিট ঋতুপর্ণা সেনগুপ্ত৷ তবে এখনও কোনও নির্দিষ্ট ক্লাবের সঙ্গে গাঁটছড়া বাঁধেননি ঋতু৷ অনেকগুলো ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার অফার রয়েছে তাঁর কাছে৷ এখনও কিছু ঠিক হয়নি, জানাচ্ছেন ঋতুর ঘনিষ্ঠ মহল৷
অন্যদিকে পূর্বাচল শক্তি সংঘ ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন লগ্নজিতা চক্রবর্তী৷ এটা তাঁর পাড়ার পুজো৷ সেই হিসেবে এই পুজোর সঙ্গে তিনি জড়িত বহু বছর৷ গেয়েছেন এই পুজোর থিম সং৷ এবছর তাঁর ছবিই থাকবে পুজোর হোর্ডিং-এ, বলছেন ক্লাব কর্তা৷
একই ভাবে অধ্যাপিকা-অভিনেত্রী সেঁজুতি রায় মুখোপাধ্যায় হয়েছেন সুনীল নগর সার্বোজনীন পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর৷
যেমন হিন্দুস্থান পার্ক পূর্বাচল ক্লাবের সঙ্গে ওতোপ্রতভাবে জড়িত নীপবীথি দাশগুপ্ত৷ তিনি এই পুজোর একরকম ব্র্যান্ড অ্যাম্বাসেডর, জানিয়েছেন উদ্যোগতা উজ্জ্বল ভট্টাচার্য৷
কলকাতার বিভিন্ন ক্লাবের পুজোর মুখ হয়ে উঠছেন তারকারা, এই রীতি শুরু হয়েছে বেশ কয়েক বছর৷ ব্র্যান্ড অ্যাম্বাসেডর রুপে তারকারা করছেন পুজোর প্রচার৷ একসময় নাকতলা উদয়ন সংঘ (পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলেই বেশি পরিচিত)-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন অর্পিতা মুখোপাধ্যায়৷ তার গ্রেফতারির পর থেকেই এবিষয় নিয়ে কথা বলতে কিছুটা দ্বিধাবোধ করছেন ক্লাবকর্তা থেকে অভিনেতা-অভিনেত্রীরাও৷ তবে মনামী ঘোষের সাফ কথা, "একটা বিষয় নিয়ে সবার বিচার করা ঠিক নয়৷ দুর্গা পুজোর অংশ হওয়া একটা সহজ, সরল, সুন্দর বিষয়"৷