TRENDING:

Durga Puja 2022: দুর্গাপুজোর ব্র্যান্ড অ্যাম্বাসেডরের তালিকায় টলিউড অভিনেত্রীরা, জুড়েছে সোনু সুদের নামও

Last Updated:

Kolkata Durga Puja Brand Ambassador: কলকাতার বিভিন্ন ক্লাবের পুজোর মুখ হয়ে উঠছেন তারকারা, এই রীতি শুরু হয়েছে বেশ কয়েক বছর৷ ব্র্যান্ড অ্যাম্বাসেডর রুপে তারকারা করছেন পুজোর প্রচার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দুর্গাপুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে৷ আবহাওয়ার খাম খেয়ালি পনায় কিছুটা দমে গিয়েছে পুজোর প্রস্তুতি৷ বড় বড় পুজোর প্যান্ডেলের বাঁশ বাঁধা শুরু হয়েছে৷ রাস্তায় হোর্ডিংও লাগানো হবে আর কিছু দিনের মধ্যে৷ কলকাতার দুর্গাপুজোর খ্যাতি বিশ্বজুড়ে৷ সেই মতোই পুজোগুলি মান রাখার চেষ্টায় উদ্যোগতারা৷ কোভিডের কবল থেকে কিছুটা মুক্তি পেয়ে আদা জল খেয়ে নামছে বিভিন্ন পুজো ক্লাব৷ আর সঙ্গে অবশ্যই থাকছেন টলিউড তারকারা৷ বিভিন্ন নামী পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে৷ পুজোর থিম-প্যান্ডেল সজ্জা-আলোর বাহার-দুর্গা মুর্তির সঙ্গে জুড়ে যাচ্ছে তারকাদের নাম৷ ক্লাবে ভিড় টানার ক্ষেত্রেও তাঁদের ভূমিকাও কম নয়৷ কোন ক্লাবে কোন তারকা হচ্ছেন প্রধান মুখ?
দুর্গাপুজোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর
দুর্গাপুজোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর
advertisement

এবার বিশেষ চমক থাকছে কেষ্টপুর প্রফুল্লকানন (পশ্চিম) অধিবাসীবৃন্দ-এর ক্লাবের ৷ তাদের পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন সোনু সুদ৷ এই পুজোর প্রধান মুখ তিনিই৷ খুঁটি পুজোয় ভিডিও কলের মাধ্যমে উপস্থিত ছিলেন সোনু৷ প্রফুল্লকানন অধিবাসীবৃন্দ-এর জন্য বিশেষ সুভাচ্ছা বার্তা জানিয়েছেন বলিউড তারকা৷ তাঁর সঙ্গে মুম্বই দেখা করতে যাচ্ছেন ক্লাবের কর্মকর্তারা৷ কেষ্টপুর প্রফুল্লকানন (পশ্চিম) অধিবাসীবৃন্দের পক্ষ থেকে রঞ্জিত চক্রবর্তী জানান, ২০২০ সাল থেকেই এই পুজোর সঙ্গে সোনু সুদ যুক্ত৷ ২০২০ কোভিডের বাড়বাড়ন্তের সময় সোনুর কীভাবে সাহায্যের হাত বাড়িয়েছিলেন, তা সকলের জানা৷ আমাদের পূজোর থিম ছিল পরিযায়ী শ্রমিক৷ আমাদের এই পুজোর কথা জানতে পারেন তিনি৷ এইভাবেই হয় আলাপ৷ সেই থেকে তিনি আমাদের সুভেচ্ছা পাঠিয়ে আসছেন এবং এবার তাঁর অনুমতি নিয়েই তাঁকে আমাদের পুজোর মুখ করা হয়েছে৷ ইতিমধ্যেই তৈরি হয়েছে হোর্ডিং৷ আর কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন শহরবাসী৷

advertisement

দক্ষিণপাড়া সর্বোজনীন দুর্গোৎসব কমিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন মনামী ঘোষ এবং ঋতাভরী চক্রবর্তী৷ দুই টলিউড তারকাকে নিজেদের দুর্গাপুজোর সঙ্গে জুড়েছেন ক্লাব উদ্যোগতারা৷ দুর্গা রূপে মনামী এবং ঋতাভরীর ফোটোশ্যুট হয়ে গিয়েছে৷ প্রচারেও হতে শুরু করেছে ধীরে ধীরে৷ নিজের এই নতুন ভূমিকায় খুবই খুশি অভিনেত্রী মনামী৷ "নতুন অভিজ্ঞতা", বলছেন তিনি৷ "এই পুজোর থিম নো-স্মোকিং৷ সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতা বার্তা ছড়িয়ে দেবে ক্লাব৷ এমন এক কাজের সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভাল লাগছে৷ তবে থিমের ব্যাপারে আমি পরে জানতে পেরেছি৷ তার আগেই ক্লাবের সদস্যদের সঙ্গে আমার কথা হয়৷ পুজোর কটা দিন থাকব আমি এখানে৷ দায়িত্ব যখন নিয়েছি, তখন পুজোর সময় আমায় এখানে থাকতেই হবে, এটাও তো আমার কাজের অংশ", বলছেন ভিটামিন এম-গায়িকা৷

advertisement

অন্যদিকে বাঘাযতীন তরুণ সংঘ ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন অভিনেত্রী অনুষা বিশ্বনাথন৷ তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি খুবই গর্বিত৷ কেরিয়ারের শুরুর দিকেই এমন সুযোগ পেয়ে তিনি খুশি৷ যদিও এখনও ফোটোশ্যুট হয়নি, বলছেন অনুষা৷ এই ক্লাবের সঙ্গে এক সময় যুক্ত ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার৷

advertisement

পুজোর বাজারে চিরকালীন হিট ঋতুপর্ণা সেনগুপ্ত৷ তবে এখনও কোনও নির্দিষ্ট ক্লাবের সঙ্গে গাঁটছড়া বাঁধেননি ঋতু৷ অনেকগুলো ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার অফার রয়েছে তাঁর কাছে৷ এখনও কিছু ঠিক হয়নি, জানাচ্ছেন ঋতুর ঘনিষ্ঠ মহল৷

অন্যদিকে পূর্বাচল শক্তি সংঘ ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন লগ্নজিতা চক্রবর্তী৷ এটা তাঁর পাড়ার পুজো৷ সেই হিসেবে এই পুজোর সঙ্গে তিনি জড়িত বহু বছর৷ গেয়েছেন এই পুজোর থিম সং৷ এবছর তাঁর ছবিই থাকবে পুজোর হোর্ডিং-এ, বলছেন ক্লাব কর্তা৷

advertisement

একই ভাবে অধ্যাপিকা-অভিনেত্রী সেঁজুতি রায় মুখোপাধ্যায় হয়েছেন সুনীল নগর সার্বোজনীন পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর৷

যেমন হিন্দুস্থান পার্ক পূর্বাচল ক্লাবের সঙ্গে ওতোপ্রতভাবে জড়িত নীপবীথি দাশগুপ্ত৷ তিনি এই পুজোর একরকম ব্র্যান্ড অ্যাম্বাসেডর, জানিয়েছেন উদ্যোগতা উজ্জ্বল ভট্টাচার্য৷

আরও পড়ুনDurga Puja 2022|| ২০২২ সালের দুর্গাপুজো-লক্ষ্মী পুজো-কালীপুজো-ভাইফোঁটা কবে? ক্যালেন্ডার মিলিয়ে দেখে নিন এখুনি...

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কলকাতার বিভিন্ন ক্লাবের পুজোর মুখ হয়ে উঠছেন তারকারা, এই রীতি শুরু হয়েছে বেশ কয়েক বছর৷ ব্র্যান্ড অ্যাম্বাসেডর রুপে তারকারা করছেন পুজোর প্রচার৷ একসময় নাকতলা উদয়ন সংঘ (পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলেই বেশি পরিচিত)-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন অর্পিতা মুখোপাধ্যায়৷ তার গ্রেফতারির পর থেকেই এবিষয় নিয়ে কথা বলতে কিছুটা দ্বিধাবোধ করছেন ক্লাবকর্তা থেকে অভিনেতা-অভিনেত্রীরাও৷ তবে মনামী ঘোষের সাফ কথা, "একটা বিষয় নিয়ে সবার বিচার করা ঠিক নয়৷ দুর্গা পুজোর অংশ হওয়া একটা সহজ, সরল, সুন্দর বিষয়"৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja 2022: দুর্গাপুজোর ব্র্যান্ড অ্যাম্বাসেডরের তালিকায় টলিউড অভিনেত্রীরা, জুড়েছে সোনু সুদের নামও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল