অন্যদিকে পুজোর সময় মেট্রো চলবে সারারাত। দুপুর ১'টার সময় প্রথম মেট্রো ছাড়বে দক্ষিণেশ্বর থেকে। আর শেষ মেট্রো রাত ৩ঃ৪৮ মিনিটে ছাড়বে। কবি সুভাষ থেকে শেষ মেট্রো রাত ৩ঃ৫০ মিনিটে। দমদম থেকে শেষ মেট্রো ভোর চারটেয়। কবি সুভাষ থেকে শেষ মেট্রো ভোর চারটেয়। সপ্তমী, অষ্টমী, নবমী এই তিনদিন মেট্রো চলবে আপ ও ডাউনে ১২৪'টি করে। পঞ্চমী ও ষষ্ঠীতে মেট্রো চলবে সাধারণ সময়েই।
advertisement
আরও পড়ুন: স্বস্তিতে রাজ্য, সুপ্রিম কোর্টেও খারিজ হল অধীরের মেট্রো ডেয়ারি মামলা
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, আপ ও ডাউনে মেট্রো চলবে ২৮৮'টি। দশমীতে মেট্রো চলবে ১৩২'টি। দুপুর ১'টায় প্রথম মেট্রো। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো রাত ৯ঃ৪৮ মিনিটে। কবি সুভাষ থেকে শেষ মেট্রো রাত ৯ঃ৫০ মিনিটে। দমদম থেকে শেষ মেট্রো রাত ১০'টায়।
আরও পড়ুন: কালো পাঞ্জাবি-কমলা ধুতি... নাতির পছন্দ করা 'বিশেষ' জুতো পরেই বিধানসভায় চিররঙিন মদন
মধ্য রাত অবধি মেট্রো মিলবে সল্টলেক-শিয়ালদহ রুটেও। প্রথম পরিষেবা শিয়ালদহ থেকে সকাল ১১ঃ৫৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো দুপুর ১২'টায়। শেষ মেট্রো শিয়ালদহ থেকে রাত ১১ঃ৩৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে রাত ১১ঃ৪০ মিনিটে। সপ্তমী থেকে নবমী আপ ও ডাউনে সবমিলিয়ে ৭২টি মেট্রো চলবে।