TRENDING:

Durga Puja 2022: সারারাত চলবে মেট্রো! পুজোয় চলুক প্যান্ডেল হপিং! সপ্তমী থেকে নবমী দেখে রাখুন সময়সূচি

Last Updated:

Durga Puja 2022: পুজোর সময় মেট্রো চলবে সারারাত। দুপুর ১'টার সময় প্রথম মেট্রো ছাড়বে দক্ষিণেশ্বর থেকে। আর শেষ মেট্রো রাত ৩ঃ৪৮ মিনিটে ছাড়বে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দুর্গাপূজার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর এরইমধ্যে সুখবর ঘোষণা করল মেট্রোরেল কর্তৃপক্ষ। সপ্তমী থেকে নবমী এবারও সারারাত চলবে মেট্রো। ফলে রাত জেগে ঠাকুর দেখা আরও সহজ গতকালই মেট্রোরেলের তরফে জানানো হয়েছে পুজোর আগেই শুরু হতে চলেছে জোকা তারাতলা মেট্রোর ট্রায়াল সার্ভিস। এর আগে বেহালার জ্যাম ঠেলে তারাতলা যেতে সময় লাগতো ৪০ মিনিট থেকে ১ ঘন্টা। মেট্রো চালু হওয়ার পর সেটা ১০-১৫ মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে এমনটাই দাবি মেট্রোর। পুজোর মধ্যেই এই পথে মেট্রো চালু হয়ে যাবে বলে জানাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
পুজোয় সারারাত মেট্রো
পুজোয় সারারাত মেট্রো
advertisement

অন্যদিকে পুজোর সময় মেট্রো চলবে সারারাত। দুপুর ১'টার সময় প্রথম মেট্রো ছাড়বে দক্ষিণেশ্বর থেকে। আর শেষ মেট্রো রাত ৩ঃ৪৮ মিনিটে ছাড়বে। কবি সুভাষ থেকে শেষ মেট্রো রাত ৩ঃ৫০ মিনিটে। দমদম থেকে শেষ মেট্রো ভোর চারটেয়। কবি সুভাষ থেকে শেষ মেট্রো ভোর চারটেয়। সপ্তমী, অষ্টমী, নবমী এই তিনদিন মেট্রো চলবে আপ ও ডাউনে ১২৪'টি করে। পঞ্চমী ও ষষ্ঠীতে মেট্রো চলবে সাধারণ সময়েই।

advertisement

আরও পড়ুন: স্বস্তিতে রাজ্য, সুপ্রিম কোর্টেও খারিজ হল অধীরের মেট্রো ডেয়ারি মামলা

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, আপ ও ডাউনে মেট্রো চলবে ২৮৮'টি। দশমীতে মেট্রো চলবে ১৩২'টি। দুপুর ১'টায় প্রথম মেট্রো। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো রাত ৯ঃ৪৮ মিনিটে। কবি সুভাষ থেকে শেষ মেট্রো রাত ৯ঃ৫০ মিনিটে। দমদম থেকে শেষ মেট্রো রাত ১০'টায়।

advertisement

আরও পড়ুন: কালো পাঞ্জাবি-কমলা ধুতি... নাতির পছন্দ করা 'বিশেষ' জুতো পরেই বিধানসভায় চিররঙিন মদন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মধ্য রাত অবধি মেট্রো মিলবে সল্টলেক-শিয়ালদহ রুটেও। প্রথম পরিষেবা শিয়ালদহ থেকে সকাল ১১ঃ৫৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো দুপুর ১২'টায়। শেষ মেট্রো শিয়ালদহ থেকে রাত ১১ঃ৩৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে রাত ১১ঃ৪০ মিনিটে। সপ্তমী থেকে নবমী আপ ও ডাউনে সবমিলিয়ে ৭২টি মেট্রো চলবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja 2022: সারারাত চলবে মেট্রো! পুজোয় চলুক প্যান্ডেল হপিং! সপ্তমী থেকে নবমী দেখে রাখুন সময়সূচি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল