রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে বৃহস্পতিবার মোট ১৭ দফা গাইড লাইন জারি করা হয়েছে। মূলত কলকাতার পাশাপাশি জেলাগুলিকে কী ভাবে এই পদযাত্রার আয়োজন করা হবে তা নিয়ে বিশেষ গাইডলাইন দিয়েছে নবান্ন। সেই গাইডলাইনে ই বলা হয়েছে ওই পদযাত্রায় লক্ষ্মীর ভান্ডারের মহিলারা সংখ্যায় ৫০০ থেকে ৭৫০ জন পর্যন্ত অংশগ্রহণ করতে পারেন। তবে শুধু লক্ষ্মীর ভান্ডারের মহিলারাই নয়, জেলার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীরাও ওই পদযাত্রায় অংশগ্রহণ করতে পারে বলে জানানো হয়েছে নির্দেশিকায়।
advertisement
আরও পড়ুন: পড়ুয়াদের 'প্রকৃত শিক্ষা' দেওয়াই একমাত্র লক্ষ্য! জাতীয় শিক্ষক সম্মান বাঁকুড়ার শিক্ষককে
নবান্ন সূত্রে খবর নির্দেশিকায় বলা হয়েছে জেলাগুলিতে কোথায় এই পদযাত্রা হবে তা ওই জেলার প্রশাসন ও পুজো কমিটির সঙ্গে আলোচনা করেই স্থির করতে হবে। জেলার সকল দুর্গাপূজা কমিটি ও পার্শ্ববর্তী এলাকার গুরুত্বপূর্ণ পুজো কমিটিগুলিকে নিয়েই এই পদযাত্রা করতে হবে। পুজো কমিটিগুলি তাদের সদস্যদের নিয়ে নানান ধরনের সংস্কৃতি অনুষ্ঠান করতে পারেন। তবে মেয়েদের শঙ্খ নিয়ে পদযাত্রায় অংশ নিতে হবে।
প্রতিটি পুজো কমিটির কাছেই তাদের ব্যানার-সহ পদযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন। পদযাত্রায় ওই জেলার সর্বাধিক ১০০ জন লোকপ্রশারশিল্পীকে নেওয়া যেতে পারে। পাশাপাশি বিভিন্ন স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই পদযাত্রায় জেলার স্কুলগুলি থেকে অংশগ্রহণ করতে পারেন তবে তারা তাদের বিদ্যালয় পোশাক পড়েই এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন।
আরও পড়ুন: 'আমিও একজন আইনজীবী...', প্রয়োজনে মামলা লড়তে পারেন, 'বড়' বার্তা দিলেন মমতা
নবান্ন সূত্রে খবর, তবে যারা এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন তাদেরকে রঙিন ছাতায় ব্যবহার করতে হবে। কোন রকম কালো ছাতা ব্যবহার করা যাবে না। নির্দেশিকায় বলা হয়েছে পদযাত্রার জন্য একটি করে থিম সং তৈরি করা হচ্ছে যা যথাসময়ে জেলাগুলিকে পাঠিয়ে দেওয়া হবে। পাশাপাশি যথাযথ ব্র্যান্ডিং করতে হবে এবং তার জন্য হোর্ডিং, লোগোর যথাযথ প্রচার করতে হবে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়।
বাংলা দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রত্যেকটি জেলাকে নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকে কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও যে একইদিনে একই সময় পদযাত্রার আয়োজন হবে, সেই বিষয়ে জানান মুখ্যমন্ত্রী। আর সেই পদযাত্রাকে কেমন ভাবে সাজিয়ে তুলতে হবে তা নিয়েই বৃহস্পতিবার ১৭ দফা গাইডলাইন দেওয়া হল নবান্নের তরফে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়