সাবেকি প্রতিমা কাঁধে করে খেলোয়াড়রা নিয়ে আসছেন। পুজো মণ্ডপের কোথাও থাকবে ফুটবল, কোথাও হকির পরিকাঠামো। প্রতিমার সামনে অলিম্পিকে সোনাজয়ী জ্যাভলিন হাতে নিয়ে দাঁড়াবেন নীরজ চোপড়া। আরও কতকিছু ভাবনা রয়েছে, কথা জানালেন শিল্পী সৌমেন ঘোষ ।
নবান্নের অদূরে হাওড়ায় শিল্পীর স্টুডিওতে তৈরি হচ্ছে মণ্ডপসজ্জার শিল্পকলা। কীভাবে সাজবে ভবানীপুর দুর্গোৎসব সমিতির পুজো মণ্ডপ? এক নজরে দেখে নেওয়া যাক?
advertisement
*ভবানীপুর দুর্গোৎসব সমিতি ৫৬ বছরের পুজোর থিম খেলা হবে।
*প্লাস্টার অফ প্যারিসের সাবেকি দুর্গা প্রতিমা থাকবে বাঁশের মাচার উপর।
*ইস্টবেঙ্গল মোহনবাগানের জার্সি পরা খেলোয়াড়রা মাকে কাঁধে করে মণ্ডপে আনবেন।
*এদের সামনে মায়ের পাহারাদার হিসেবে জ্যাভলিন হাতে থাকবেন নীরাজ চোপড়া।
*মন্ডপ জুড়ে ফুটবল-ক্রিকেট দাবা হকি ব্যাডমিন্টন টেনিস থেকে সাঁতার।
*ফুটবল ক্যারাম দাবা ব্যাডমিন্টন এর মত খেলার লাইভ প্রদর্শনীও হবে। খেলোয়াড় থেকে রাজনৈতিক নেতারা সামিল হবেন লাইভ খেলাধুলোর অনুষ্ঠানে পুজোর দিন গুলিতে।
ভবানীপুর দুর্গোৎসব সমিতির সাধারণ সম্পাদক শুভঙ্কর রায়চৌধুরী বলেন, খেলা হবে এ খানে থিম ভাবনা, রাজনৈতিক ভাবনা নয়। সাধারণ মানুষের মধ্যে খেলা হবে যে জনপ্রিয়তা তাকে উৎসবের আঙিনায় তুলানায় সমিতির মূল উদ্দেশ্য। ক্রমশ হারিয়ে যাচ্ছে খেলাধুলো। পুজো এবং খেলা দুটোই প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেশের ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে খেলার পরিকাঠামো উন্নয়ন। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দুর্গাপুজোকে বিশ্বমানে পৌঁছে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সব কৃতিত্বের নজির থাকবে মণ্ডপজুড়ে।
খেলার মাঠ ভুলে কচিকাঁচারা এখন অনলাইন গেমে মত্ত। দেশের ছাত্র-যুবকদের এই প্রবণতা থেকে বের করে আনতে পুজোর মণ্ডপে খেলা হবে বার্তা উদ্যোক্তাদের।
BISWAJIT SAHA