TRENDING:

কাজ হারিয়েছেন লকডাউনে, গতবছর ৮-১০ শতাংশ মহিলা যৌনপেশা বেছে নিয়েছেন, জানাল দুর্বার

Last Updated:

দুর্বারের পক্ষ থেকে অন্যান্য পেশার মতো এই পেশাকেও স্বীকৃতি আদায়ের লড়াই লড়ছে। তাঁদের দাবি, বেশিরভাগ মহিলাই অর্থের অভাবে নিজের ইচ্ছাতে এই পেশায় আসেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সদ্য শুরু হয়েছে ২০২৩ সাল। নতুন বছরের শুরুতেই এক মর্মান্তিক তথ্য সামনে আনল যৌনকর্মী সংগঠন ‘দুর্বার’ মহিলা সমিতির সদস্যরা।   ২০২২-এ উল্লেখযোগ্য ভাবে দেখা গেছে ৮ -১০% মহিলা, যাঁরা বীমা, ট্যুরিজম সংস্থায় কাজ করতেন, কিংবা কোনও নার্সিংহোমে আয়া-নার্সের কাজ করতেন এবং লকডাউনের ফলে কাজ হারিয়েছেন, তাঁরা যৌনপেশার সঙ্গে যুক্ত হবার আবেদন জানিয়েছেন 'দুর্বার'-এ।
advertisement

'দুর্বার'-এর কম্যিউনিটি মেম্বার বিশাখা লস্কর জানালেন,  '' টানা দুবার লকডাউনে বহু শিল্প মুখ থুবড়ে পড়েছে। কাজ চলে গিয়েছে বহু মানুষের। এরমধ্যেই এমন অনেকে আছেন, যাঁদের এই মুহূর্তেই টাকার প্রয়োজন! কারও বাড়িতে অসুস্থ প্রিয়জনেরা আছে, কারও বা ছেলে-মেয়ের স্কুলের মায়না দিতে হবে, কারও বা বাড়ি ভাড়া বাকি! তাঁরা আমাদের এখানে এসে জানিয়েছেন। আমরা প্রথমেই কাউন্সেলিং করি, তখনই সামনে আসে ঠিক কী কারণে তিনি এই পেশায় আসছেন। যদি কেউ স্বেচ্ছায় এই পেশায় আসতে চান এবং বয়স ১৮ বছরের কম না হয়, তা হলে আমরা তাঁদের আটকাতে পারি না। বলা ভাল, আমরা তাঁদের হ্যা-ও বলি না, আবার না-ও বলি না। তবে এটাও বুঝিয়ে দিই, কী কী নিয়মের মধ্যে দিয়ে তাঁকে যেতে হবে। এরমধে সবথেকে গুরুত্বপূর্ণ হল মেডিক্যাল চেক-আপ। ''

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

দুর্বারের পক্ষ থেকে অন্যান্য পেশার মতো এই পেশাকেও স্বীকৃতি আদায়ের লড়াই লড়ছে। তাঁদের দাবি, বেশিরভাগ মহিলাই অর্থের অভাবে নিজের ইচ্ছাতে এই পেশায় আসেন। জোর করে যৌন পেশায় বাধ্য করার মত নমুনা এখন আর নেই। বিশাখা লস্করের কথায়, '' এমন অনেক সংস্থা আছে, যেখানে একজন মহিলাকে দিনমজুরের কাজ করে ৪-৬ হাজার টাকা রোজগার করছেন মাসে। এদিকে, এর উপরন্তু তাঁকে মাআলিকের যৌনলালসাও মেটাতে হচ্ছে, সেটা বিনামূল্যে! এই জায়গা থেকেই অনেক মহিলা যৌনপেশা বেছে নিচ্ছেন। এখানে নিজের ইচ্ছেমতো কাজ করা সম্ভব। কোনও জোরজুলুম নেই।''

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
কাজ হারিয়েছেন লকডাউনে, গতবছর ৮-১০ শতাংশ মহিলা যৌনপেশা বেছে নিয়েছেন, জানাল দুর্বার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল