TRENDING:

IRCTC কর্মী বিক্ষোভে আটকে পড়ে দুরন্ত, নির্ধারিত সময়ের ৪৮ মিনিট দেরিতে ছাড়ল

Last Updated:

অবশেষে ছাড়ল দুরন্ত এক্সপ্রেস নির্ধারিত সময়ের ৪৮ মিনিট দেরিতে ছাড়ল ৷ IRCTC কর্মী বিক্ষোভে আটকে পড়ে দুরন্ত ৷ ট্রেন থেকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অবশেষে ছাড়ল দুরন্ত এক্সপ্রেস নির্ধারিত সময়ের ৪৮ মিনিট দেরিতে ছাড়ল ৷ IRCTC কর্মী বিক্ষোভে আটকে পড়ে দুরন্ত ৷ ট্রেন থেকে নেমে যান IRCTC কর্মীরা ৷ ৩৫ জন IRCTC কর্মীকে আটক করে RPF ৷ দুরন্তকে ফিরিয়ে আনা হয় ৯-বি প্ল্যাটফর্মে ৷ পরে IRCTC কর্মী ছাড়াই রওনা দুরন্তর ৷ আসানসোল থেকে তোলা হবে বিকল্প কর্মী ৷
advertisement

রেল ও আইআরসিটিসি দ্বন্দ্বে বিপাকে যাত্রীরা। বেশ কয়েকটি দাবিতে আজ আগাম নোটিস ছাড়াই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন পূর্ব ও দঃ পূঃ শাখার IRCTC কর্মীরা। ট্রেনে উঠেও তাঁরা নেমে যান। ফলে চলন্ত ট্রেনে খাবার ও পানীয় জল না পেয়ে ভোগান্তিতে মহিলা-শিশু সহ অসংখ্য যাত্রী। আন্দোলন কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছে রেল কর্তৃপক্ষ।

advertisement

যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ১৯৯৯ সালে তৈরি হয়েছিল IRCTC। কিন্তু, সেই সংস্থাতেই জমেছে অসন্তোষের বারুদ। রবিবার, আচমকাই তার বিস্ফোরণ ঘটল। IRCTC-র দায়িত্ব নিচ্ছে নতুন সংস্থা। নয়া নিয়মে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে কর্মীদের ওপর।এবার থেকে কর্মীরা বেতন নয়, বিক্রিত খাবার ও পানীয়ের ওপর কমিশন পাবেন ৷ একইসঙ্গে খাবার ও পানীয় একই কর্মী বিক্রি করতে পারবেন না ৷ নতুন নিয়ম বিধির ফলে কর্মীরা চাকরি চলে যাওয়ার ভয় পাচ্ছেন ৷

advertisement

IRCTC-র পূর্ব ও দক্ষিণ পূর্ব শাখার কর্মীদের কর্মবিরতির ৷ অনির্দিষ্টকালীন কর্মবিরতির ডাক কর্মীদের ৷ হাওড়া থেকে ট্রেনে উঠলেন না কর্মীরা ৷ এমনকী, দূরপাল্লার ট্রেন থেকেও নেমে পড়লেন IRCTC কর্মীরা ৷ চিফ জেনারেল ম্যানেজার দেবাশিস চন্দ্রের কথায়, এই ধরণের ঘটনা একেবারেই অনভিপ্রেত ৷ শীঘ্ই এই বিষয় নিয়ে আলোচনায় বসা হবে ৷ কোনও নোটিশ ছাড়াই আজ এই ঘটনা ঘটল ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

IRCTCএর কর্মীদের কর্মবিরতির ফলে ভোগান্তি পড়েছেন যাত্রীরা ? ট্রেনের মধ্যে জল, খাবার না থাকায় ভুগছেন দূরপাল্লার ট্রেনের যাত্রীরা ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
IRCTC কর্মী বিক্ষোভে আটকে পড়ে দুরন্ত, নির্ধারিত সময়ের ৪৮ মিনিট দেরিতে ছাড়ল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল