পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে বাজারেও ৷ সবজি, মাছের দাম বৃদ্ধিতে উদ্বিগ্ন ক্রেতারা ৷ তোপসে, ভেটকিসহ বেশকিছু মাছের দাম আগুন ৷ আশঙ্কা করা হচ্ছে, সবজি, মাছের দাম আরও বাড়তে পারে ৷
পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধিতেই চাপে পড়েছে কেন্দ্র ৷ মোদি সরকারের আমলেই পেট্রোল ও ডিজেলের দামে সম্পুর্ণ সরকারি নিয়ন্ত্রণ তোলা হয় ৷ তেলের দাম তলানিতে থাকার সময় বাজেটে অয়েল রিজার্ভ ফান্ড তৈরি হয় ৷ গত ৩ বছরে তা কাজে লাগানো হয়নি ৷ করের হার বেড়েছে ডিজেলে তিনগুণ ও পেট্রোলে দ্বিগুণ ৷ জিএসটির আওতায় আনা হলেও দ্রুত দাম কমার সম্ভাবনা নেই ৷ অর্থাৎ দাম কমানো নিয়ে সব বিকল্প বন্ধ করে দিয়েছে মোদি সরকারই। এমনকী রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির সামনেও পথ বন্ধ। অবস্থা এমনই যে সরকারি কোনও সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখাচ্ছে না পেট্রোলিয়াম মন্ত্রকও।
advertisement
এক নজরে দেখে নেওয়া যাক সবজির দাম-----
বেড়েছে সবজির দাম -- আগে ছিল ( কেজি প্রতি) এখন হয়েছে ( কেজি প্রতি)
বেগুন-- ৩৫ ৫০
কচু ৪০ ৬০
কাঁচকলা ৮ ১০
বিট ৪০ ৫০
জ্যোতি আলু ১৮ ২০
চন্দ্রমুখী আলু ২২ ২৪
মাছের দাম ( কিলো প্রতি)
রুই ২৫০ ৩০০
কাতলা (বড়) ৩৫০ ৪০০
কাতলা ( ছোট) ২৫০ ৩০০
শনি ও রবিবার সবজি এবং মাছের দাম আরও বাড়তে পারে ৷