TRENDING:

বড় খবর! ১ লা সেপ্টেম্বর থেকে রাজ্যে ফের দুয়ারে সরকার! কতদিনের মধ্যে সারবেন কাজ? জানুন বিগ আপডেট

Last Updated:

Duare Sarkar: পরিযায়ী ও বৃদ্ধদের জন্য আরও বেশি সুবিধা। জানুন কী কী নতুন পরিষেবা পাওয়া যাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই সপ্তম দুয়ারে সরকারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যে ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার প্রকল্পের কাজ। ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দুয়ারে সরকার। এবার দুয়ারে সরকার ক্যাম্প থেকে মোট ৩৫ টি পরিষেবা পাওয়া যাবে। এবার দুয়ারে সরকার ক্যাম্পে যুক্ত করা হয়েছে আরও দুটি পরিষেবা। যার মধ্য পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন ও বৃদ্ধদের পেনশনের সুবিধা পাওয়া যাবে এই ক্যাম্প থেকে।এই মর্মে নয়া নির্দেশিকা জারি করল নবান্ন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

দুয়ারে সরকারের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। পরিষেবা প্রদান করা হবে ১৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এর আগেও দুয়ারে সরকার কর্মসূচিতে উপকৃত হয়েছেন লাখ লাখ মানুষ। এবারেই যাতে সাধারণ মানুষ এই ক্যাম্পগুলিতে পরিষেবা সুষ্ঠুভাবে পান সে দিকে লক্ষ্য রাখবে নবান্ন।

উল্লেখ্য, সপ্তম দুয়ারে সরকার কর্মসূচীর জন্য নবান্ন থেকে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তাতে বলে দেওয়া হয়েছে ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলে ১ মাস ব্যাপী এই কর্মসূচীতে ছুটির দিনে বা রবিবারে কোনও আবেদন পত্র গ্রহণ করা হবে না এবং পরিষেবাও প্রদান করা হবে না। বাকি দিনগুলিতে মিলবে সরকারি এই পরিষেবা।

advertisement

আরও পড়ুন : ‘আমার কেউ নেই, আমাকে বাঁচান…’! মহিলার ফেসবুক Live ভাইরাল! সোশ্যাল মিডিয়ায় ঝড়

আরও পড়ুন : সাবধান..! ট্রেনযাত্রায় নিষিদ্ধ এই ৫ জিনিস, ধরা পড়লেই যেতে হবে জেল, দিতে হবে বড় অঙ্কের ফাইন! জেনে রাখুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই কর্মসূচীতে মোট ৩৫টি প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে। সেই সব প্রকল্পের মধ্যে থাকছে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, জয় জোহর, তপশিলী বন্ধু, কৃষকবন্ধু, মেধাশ্রী, শিক্ষাশ্রী ও ঐক্যশ্রী। এর পাশাপাশি আবেদন জানানো যাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ কার্ডের জন্য। আবেদন জানানো যাবে কিষাণ ক্রেডিট কার্ড ও মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য। আবেদন জানানো যাবে প্রতিবন্ধী সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র ও জমির পাট্টার জন্য। একই সঙ্গে এবারেই প্রথম দুয়ারে সরকার থেকে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণের কাজও করা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বড় খবর! ১ লা সেপ্টেম্বর থেকে রাজ্যে ফের দুয়ারে সরকার! কতদিনের মধ্যে সারবেন কাজ? জানুন বিগ আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল