আজ থেকে ফুটপাতে বসছেন কাউন্সিলর। এ যেন 'দুয়ারে সরকার'-এর অনুপ্রেরণা। বউবাজারে দুর্গা পিতুরি লেনে স্থানীয় কাউন্সিলরের ঠিকানা এখন ফুটপাত। মেট্রো বিপর্যয়ের জন্য বাসিন্দাদের পাশে থাকতে ফুটপাতেই অস্থায়ী অফিস বানিয়ে ফেলেছেন ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
আরও পড়ুন: বাড়িটা ঠিক আছে তো এখনও? স্কুল ড্রেস পরে বাড়ি দেখতে এল ছোট্ট অংশুমান
advertisement
প্রসঙ্গত, ২০১৯ সালের ৩১ অগস্ট, বউবাজারের বি বি গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার স্ট্রিট, দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা ঘরছাড়া হয়েছিলেন। মেট্রো রেলের কাজের জন্য একের পর এক বাড়িতে বিশাল ফাটল ধরে। হেলে পড়েছিল বাড়ি। আতঙ্ক, ভয়ে ঘরছাড়া হয়েছিলেন অনেকেই। ফের সেই একই বিপর্যয় ঘটেছে। বি বি গাঙ্গুলি স্ট্রিটের বাসিন্দাদের দাবি, 'আতঙ্ক নিয়েই গত ২ বছর ৯ মাস ধরে কাটাচ্ছেন। দীর্ঘদিন ধরেই বাড়ি কাঁপত, উপায় ছিল না। বারবার মেট্রো রেলকে জানিয়েও কোনও লাভ হয়নি।সামনেই মেট্রো রেলের এই সংক্রান্ত একটি অফিস রয়েছে, সেখানেও গিয়ে কোনও লাভ হত না। সব কিছুর জন্যই মেট্রো দায়ী।'