মেট্রো রেল সূত্রে খবর, এবার দক্ষিণেশ্বর এবং কবি সুভাষের মধ্যে চালক বিহীন মেট্রো চালানোর পরিকল্পনা করা হয়েছে৷ এই মুহূর্তে যদিও বন্ধ রয়েছে কবি সুভাষ স্টেশন৷ দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরামের মধ্যে চালু রয়েছে পরিষেবা৷ আগামী এক বছরের মধ্যে নতুন করে তৈরি হওয়া কবি সুভাষ স্টেশন চালু হয়ে যাওয়ার কথা৷
সূত্রের খবর, চালক বিহীন মেট্রো চালানোর জন্য প্রয়োজন সিবিটিসি সিগন্যালিং ব্যবস্থা৷ কলকাতা মেট্রোর ব্লু লাইনে এই প্রযুক্তি চালু করার জন্য ৪৬৫ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে৷ চলতি বছরেই এই আধুনিক সিগন্যাল ব্যবস্থা চালু হবার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ কবি সুভাষ মেট্রো স্টেশনের কাজ শেষের সাথে সাথেই এই কাজ সম্পন্ন হবে।
advertisement
বর্তমানে কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ লাইনে ৬ মিনিট অন্তর একটি ট্রেন চলে। সময়ের ব্যবধান কমিয়ে ২ মিনিট করতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ।
তাই অটোমেটিক ট্রেন অপারেশন সিস্টেমে জোর দিচ্ছে মেট্রো।
এই মুহূর্তে ইস্ট ওয়েস্ট মেট্রোয় এই অত্যাধুনিক সিগন্যালিং ব্যবস্থা চালু রয়েছে৷ যদিও সেখানে এখনও পর্যন্ত চালক দিয়েই ট্রেন চালানো হচ্ছে৷ ভবিষ্যতে নতুন সিগন্যালিং ব্যবস্থার সৌজন্যে ব্লু লাইনের যাত্রীদের দুর্ভোগ কমে কি না, সেটাই এখন দেখার৷
