সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ , “মদ খেয়ে গাড়ি চালিয়ে ‘বড় দুর্ঘটনা’র ক্ষেত্রে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করতে হবে। এ’নিয়ে নির্দিষ্ট করে বলে দিয়েছে সুপ্রিম কোর্ট।” বিচারপতির কথায়, ”মদ খেয়ে অনেকে বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটান। তখন কেন ওই ধারায় খুনের মামলা দায়ের হবে না?”
হাই কোর্টের পর্যবেক্ষণ, মত্ত অবস্থায় বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটান অনেকে। অনেকের মৃত্যু পর্যন্ত হয়। কিন্তু অনেক ক্ষেত্রে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয় না। ছোট দুর্ঘটনার ক্ষেত্রে ছাড় দেওয়া যেতে পারে। কিন্তু বড় দুর্ঘটনার ক্ষেত্রে কেন ছাড় দেওয়া হচ্ছে, এ নিয়ে প্রশ্ন তোলে আদালত।
advertisement
আরও পড়ুন: কলকাতায় কি জাঁকিয়ে শীত পড়বে না? মুহূর্তে বদলাবে আবহাওয়া, দুয়ারে শীত আসতে হাতে ঠিক ৪৮ ঘণ্টা!
আরও পড়ুন:‘মানুষের প্রাপ্য নিয়ে কোনও ভুল বরদাস্ত করব না’, প্রবল ক্ষুব্ধ মমতা! এবার কী নিয়ে ক্ষোভ, চমকে উঠবেন
প্রসঙ্গত, বাবার মৃত্যুর সঠিক তদন্ত করছে না পুলিশ। এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন শেখ অসি নামে এক ব্যক্তি। তাঁর বক্তব্য, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে তাঁর বাবাকে চাপা দেওয়া হয়েছে। অথচ পুলিশ সাধারণ মামলা দায়ের করে তদন্ত করছে। এই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশকে
বিচারপতির নির্দেশ, নতুন ধারা যোগ করতে হবে। তার পরে মামলার পরবর্তী শুনানি। তবে আদালত এও জানায়, ছোট ঘটনার ক্ষেত্রে ছাড় দেওয়া যেতে পারে।