রাষ্ট্রপতিকে সংবর্ধনা জানাবেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, কলকাতা পুরসভার মেয়র, রাজ্যের মুখ্যসচিব, সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত চারজন ব্যক্তি, তিনজন বিশিষ্ট শিল্পপতি এবং ক্রীড়াজগতের সঙ্গে যুক্ত চারজন ব্যক্তি যাঁদের মধ্যে থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। নবান্ন সূত্রে খবর রাষ্ট্রপতিকে সংবর্ধনা জানানোর জন্য এই ভাবেই সূচি প্রস্তুত করা হয়েছে।
advertisement
আরও পড়ুন : রাষ্ট্রপতি হওয়ার পর রাজ্যে প্রথম আসছেন দ্রৌপদী মুর্মু,রয়েছে ঠাসা কর্মসূচি
এই সংবর্ধনা অনুষ্ঠান শেষ হলেই তারপরেই মুখ্যমন্ত্রী, রাজ্যপাল তাঁদের নিজের বক্তব্য রাখবেন। তার পর বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছটা এই এক ঘন্টা ধরে হবে রাজ্য সরকারের তরফে সংবর্ধনা অনুষ্ঠান।
আরও পড়ুন : তান্ত্রিকের পরামর্শ! নৃশংস ভাবে হত্যা করে ১০ বছরের শিশুকে ‘নরবলি’ দিল তার আত্মীয়রাই
অন্যদিকে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেসকোর্স হেলিপ্যাড এ রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন।তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে নবান্ন।পাশাপাশি এদিন রাজভবন এ বিশেষ নৈশভোজেরও আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।