TRENDING:

রাঙিয়ে দিয়ে যাও, রঙের উৎসবে মেতে বাংলা

Last Updated:

কথা ছিলে দেখা হবে। ঠিক এ দিনটাতেই দেখা হবে। শাড়ি-পঞ্জাবি কেউই কথা দেয়নি। তবু মনে মনে কথা। জানি দেখা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কথায় কথা বাড়ে। তাই বলছি ছোট্ট করে। দোলে-হোলিতে গলাগলি। রংপলাশের পদাবলি।
advertisement

কথা ছিলে দেখা হবে। ঠিক এ দিনটাতেই দেখা হবে। শাড়ি-পঞ্জাবি কেউই কথা দেয়নি। তবু মনে মনে কথা। জানি দেখা হবে।

দেখা তো সারাবছরই হয়। তারও তো রঙ আছে। কথা আছে। নাম আছে। গরমে ঘাম আছে। শীতে আছে মাফলার। শ্রাবণে মেঘমল্লার। তবু এ দিনটা আলাদা। এ দিন রংগুলোও যেন নতুন রঙ পায়। নতুন মানে পায়।

advertisement

সারা বছরই তো দেখা হয়। কত কত কথা হয়। কথা রঙও ছড়ায়। পথে-মাঠে-ঘাটে। ঘাটের কাছে গেলেই তাঁর কথা। কে যেন প্রশ্ন করে...

বাঁশি বাজানোর অভ্যাস ছিল?

চুরি করে খাওয়ার?

কাছাকাছি কদম গাছ ছিল না? ছিল?

তবে তো গাছতলায় দাঁড়িয়ে থাকারও অভ্যাস ছিল?

রাধিকার সঙ্গে পরিচয় হয়নি?

বাড়িতে জানে?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এ দিনটা জানানোর দিন। রঙ সব জানিয়ে দেয়। মানিকচক থেকে ম্যাডক্স স্কোয়ার। মথুরার দিকে পা বাড়ায়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
রাঙিয়ে দিয়ে যাও, রঙের উৎসবে মেতে বাংলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল