সম্প্রতি একাধিক সরকারি হাসপাতালের চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সময় বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথীর অধীনে চিকিৎসা করেছেন। আন্দোলনের সময়ে সরকারি হাসপাতালের কতজন চিকিৎসক স্বাস্থ্য সাথীর অধীনে চিকিৎসা করেছেন, তার তথ্য উঠে এসেছে। তার জেরেই আরও কড়াকড়ি নিয়ম আনছে রাজ্য?
আরও পড়ুনঃ ধনতেরসে ভুলেও এই ৫ ধরনের জিনিস কিনবেন না! বাস্তুদোষে তছনছ বাড়ি, পথের ভিখারি হবেন খুব তাড়াতাড়ি
advertisement
জানা গিয়েছে, সরকারি হাসপাতালের চিকিৎসকদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে গেলে নিতে হবে এনওসি। স্বাস্থ্য দফতর থেকেই সেই নো অবজেকসন সার্টিফিকেট দেওয়া হবে। ‘ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট’-এ নিয়ম থাকলেও এতদিন রাজ্যে তা কার্যকর করা হত না। এবার সেই নিয়ম কার্যকরের ভাবনা রাজ্যের। স্বাস্থ্য দফতর সেই প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।