দেব দীপাবলি কার্তিক মাসের পূর্ণিমায় পালিত একটি উৎসব৷ উত্তর প্রদেশের বারাণসীতে এটি উদ্যাপিত হয়৷ দীপাবলির পনেরো দিন পরে দেব দীপাবলি উৎসবের পালন করা হয়৷
আরও পড়ুন: শিক্ষক নিয়োগে বড় সিদ্ধান্ত! প্রার্থীদের পছন্দ করা স্কুল জানতে পারবেন বাকিরাও, নয়া সিদ্ধান্ত SSC-র
গঙ্গা নদীর নিকটস্থ সমস্ত ঘাটের সিঁড়িতে দশ লক্ষেরও অধিক মাটির প্রদীপ প্রজ্জ্বলন করা হবে। কলকাতার বাজা কদমতলা ঘাটে যেখানে গঙ্গা আরতি অনুষ্ঠিত হয় সেখানেই অনুষ্ঠিত হতে চলেছে এই দেব দীপাবলি।
advertisement
কলকাতা পুরসভা সূত্রের খবর, আগামী ২৬ এবং ২৭ নভেম্বর সন্ধ্যায় বাজা কদমতলা ঘাট ও তার সংলগ্ন অংশে পালিত হবে দেব দীপাবলি উৎসব। সেই উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলতে প্রিন্সেপ ঘাট থেকে বিবাদী বাগ পর্যন্ত গঙ্গাপাড়কে পুরোপুরি রঙিন আলোয় মুড়ে ফেলা হবে।
কীভাবে কোথা থেকে কতদূর পর্যন্ত গঙ্গাপাড় সাজানো হবে, তা ঠিক করতে মঙ্গলবার কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং এবং পুরসভার আধিকারিকেরা গঙ্গার ধারে গিয়ে পাড়ের অবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন। আলোকমালার পাশাপশি প্রদীপের আলোতেও সেজে উঠবে বাবুঘাট এবং সংলগ্ন ঘাট চত্বর।
সূত্রের খবর দেব দীপাবলীর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় আট-দশ হাজার প্রদীপ দিয়ে বাজা কদমতলা ঘাট সাজানো হবে। এ বার থেকে প্রতি বছরই পালিত হবে দেব দীপাবলি উৎসব।