TRENDING:

অভিষেকের গড়ে বড় ধাক্কা! শুভেন্দু-রাজীবের উপস্থিতিতে আজই বিজেপিতে যোগ দীপক হালদারের

Last Updated:

আগামী দিনে তাহলে কি কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনাতেও পদ্মের দাপটে ঝরে পড়বে জোড়া ফুল ? জোড়া ফুল আর পদ্ম ফুল নিয়ে যুযুধান দুই শিবিরের লড়াই জমজমাট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মঙ্গলবারই বিজেপিতে যোগ দেবেন দীপক হালদার ৷ এদিন বারুইপুরের সভায় শুভেন্দু-রাজীবের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেবেন তিনি ৷ সোমবার তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দেন দীপক হালদার ৷ ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার। দীর্ঘদিন ধরেই 'বেসুরো' ছিলেন দীপক হালদার।
advertisement

ইস্তফা দেওয়ার পর দীপক হালদার জানান, গত সাড়ে ৪ বছর অসম্মান করা হয়েছে, কোনও রাজনৈতিক কর্মসূচিতে ডাকা হয়নি৷ কোনও প্রশাসনিক বৈঠকেও আমন্ত্রণ পাইনি ৷ তিনি পরিষ্কার জানিয়ে দেন আগামী দিনে তৃণমূল কংগ্রেস করবেন না ৷

অন্যদিকে অবশ্য দীপকের পদক্ষেপকে কটাক্ষ করে কুণাল ঘোষ জানিয়েছেন, ‘এলাকার মানুষও দীপক হালদারকে চেনেন না। এবার টিকিট পাবেন না জেনেই ভোটেক কয়েক মাস আগে এমন পদক্ষেপ।’

advertisement

গত কয়েকদিনে একাধিক নেতা তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে ৷ চনমনে গেরুয়া শিবির বলছে, 'আর কিছুদিন অপেক্ষা করুন । বাংলায় তৃণমূল কংগ্রেস করার লোক খুঁজে পাওয়া যাবে না'। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন,' তৃণমূলের ভাঙ্গন তো সবে শুরু হয়েছে। এখনও অনেক বড় চমক বাকি আছে। শাসক দলের অনেক তাবড় তাবড় নেতা- মন্ত্রী বিজেপিতে যোগদানের প্রশ্নে ওয়েটিং লিস্টে রয়েছেন'।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের এক দুর্লভ নিদর্শন এগরা হট্টনাগর মন্দিরের বিষ্ণুমূর্তি! জড়িয়ে রয়েছে অজানা ইতিহাস
আরও দেখুন

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি নিজেদের রাজনৈতিক জমি ভালোই শক্ত করে ফেলেছে। তবে কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনায় এখনও সেভাবে তারা সংগঠনকে বিস্তার লাভ করে তুলতে পারেনি। একসময়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে সক্রিয় করে বিজেপি কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনায় রাজনৈতিক জমি শক্ত করতে মরিয়া হয়ে উঠেছে। বিজেপি নেতাদের নজরে এখন তাই মমতার কলকাতা এবং অভিষেকের দক্ষিণ ২৪ পরগনা।রবিবার ডুমুরজলা সভা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর কলকাতা এবং সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনাতেও এবার গেরুয়া ঝড়ের চ্যালেঞ্জ রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা বাড়িয়েছে। আগামী দিনে তাহলে কি কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনাতেও পদ্মের দাপটে ঝরে পড়বে জোড়া ফুল ? জোড়া ফুল আর পদ্ম ফুল নিয়ে যুযুধান দুই শিবিরের লড়াই জমজমাট।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
অভিষেকের গড়ে বড় ধাক্কা! শুভেন্দু-রাজীবের উপস্থিতিতে আজই বিজেপিতে যোগ দীপক হালদারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল