সাড়ে বারোটায় গঙ্গাসাগরের উদ্দেশ্যে নামখানা নারায়ণপুর ফেরিঘাট থেকে যাত্রা শুরু করবেন বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ। দুপুর দেড়টা নাগাদ সাগর বেণুবন ফেরিঘাটে পৌঁছবেন তিনি। দুপুর আড়াইটে নাগাদ স্বচ্ছ ভারত সেবাদল ক্যাম্প উদ্বোধন করবেন। দুপুর তিনটে ১৫ নাগাদ বহুমুখী গ্রাম উন্নয়ন সমিতির ক্যাম্প পরিদর্শন করবেন তিনি।বিকেল চারটে নাগাদ গঙ্গাসাগর মেলায় পৌঁছবেন দিলীপ ঘোষ। রাতে গঙ্গাসাগরেই থাকবেন দিলীপ ঘোষ।
advertisement
গতকালই গঙ্গাসাগর পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগর হেলিপ্যাড থেকেই একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ঝাঁঝালো বক্তৃতায় কটাক্ষ হানেন কেন্দ্রের বিজেপি সরকারের দিকেও। কুম্ভমেলার সঙ্গে গঙ্গাসাগর মেলার তুলনা টেনে বঞ্চনার ‘বড়’ অভিযোগ আনেন মুখ্যমন্ত্রী। আজও সেখানেই আছেন মমতা। এরইমধ্যে আজ দিলীপ ঘোষের রাতারাতি গঙ্গাসাগর সফরের ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
