TRENDING:

বিজেপির সভায় পদপিষ্টের ঘটনা, দিলীপ বললেন, 'আরও প্রস্তুতির প্রয়োজন ছিল'

Last Updated:

পদপিষ্টের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অনুপ চক্রবর্তী, কলকাতা: আসানসোলে শুভেন্দু অধিকারীর সভার পরে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্টের ঘটনার প্রসঙ্গ টেনে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ। ফাইল  ছবি
দিলীপ ঘোষ। ফাইল ছবি
advertisement

এদিন তিনি বলেন, "পুলিশের ওপর ভরসা করে এই ধরনের অনুষ্ঠান করা ঠিক না। আরও প্রস্তুতির প্রয়োজন ছিল। এ রাজ্যের মানুষ কিছু পাবে শুনলে দৌঁড়ায়। লক্ষীর ভাণ্ডারেও এই ধরনের ঘটনা ঘটেছে। দান-খয়রাতি মানবতার অপমান। কিছু পাওয়ার লোভ দেখিয়ে মানুষকে টেনে আনা আমি সমর্থন করি না। গরীবকে সাহায্য করার অন্য নানারকম উপায় আছে।"

advertisement

প্রসঙ্গত, আসানসোলে বিজেপির কম্বল বিতরণ অনুষ্ঠান ঘিরে তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয় বুধবার। ইতিমধ্যে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

মর্নিংওয়াক ইস্যুতে দিলীপ ঘোষ বলেন, "প্রত্যেকে নিজের মতো করে রাজনীতি করেন। কথা বলে। স্টাইল আলাদা। মানুষ ঠিক করে দেন, এর মধ্যে কে ঠিক, কে ভুল। আমি কোনো তারিখের রাজনীতি করি না। কারণ আমার মতে শুধু ভোট তারিখ মিলিয়ে হয়।"

advertisement

আরও পড়ুন, অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে কল্লোলিনীতে আজ চাঁদের হাট

লালন শেখের মৃত্যুকাণ্ড এবং তার পরবর্তী ঘটনা নিয়ে দিলীপ ঘোষ বলেন, "গণহত্যার পর ওরা বলেছিল সব তৃণমূলের লোক। তখন কোথায় ছিল মানবিকতা? হতেই পারে লালন আত্মহত্যা করেছে। সব পয়সা খাওয়া লোক। সিবিআইকে ওরা টার্গেট করেছে। এখন ঝাঁপিয়ে পড়েছে।"

advertisement

আরও পড়ুন, সপ্তাহান্তে কি জাঁকিয়ে শীত পড়বে? বিরাট আপডেট দিল হাওয়া অফিস

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

বিজেপি নেতা আরও বলেন, "এ ধরনের কেসে উকিল লিখে দেন। তৃণমূল বাঁচার জন্য ঝাঁপিয়ে পড়েছে। সিবিআই নিয়ে মুখ্যমন্ত্রী এবং দলের অনেকে খারাপ কথা বলেছে। লালন শেখ ওদের কাছে ইস্যু হয়ে গেছে। আমি বলছি, কিস্যু করতে পারবে না। সব দুর্নীতির তদন্ত হবে।"

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বিজেপির সভায় পদপিষ্টের ঘটনা, দিলীপ বললেন, 'আরও প্রস্তুতির প্রয়োজন ছিল'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল