TRENDING:

'বাংলার মানুষ কার কার সঙ্গে লড়বে? গুন্ডা, মাফিয়া, তোলাবাজি, দুর্নীতি তো রয়েইছে, এবার ডেঙ্গির সঙ্গেও'? প্রশ্ন দিলীপের

Last Updated:

‘‘মুখ্যমন্ত্রী  তো আর মশার সঙ্গে বৈঠক করবেন না।’’ দিলীপকে খোঁচা কুণালের।  

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা- ‘‘সরকার বলছে, তৃণমূলের নেতা-মন্ত্রীরা বলছেন, ডেঙ্গি নিয়ে চিন্তার কোনও কারণ নেই। তৃণমূলের নেতারা মারা যাচ্ছেন, হাসপাতালের সুপারও মারা যাচ্ছেন, তাহলে কতদূর গেলে চিন্তা হবে? মহামারীর রূপ নিয়েছে ডেঙ্গি। এটা গুরুত্ব দিয়ে দেখা উচিত। প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলা উচিত, পশ্চিমবাংলার মানুষ কার কার সাথে লড়বে, গুন্ডা-মাফিয়া-তোলাবাজি-দুর্নীতি, এত কিছুর সঙ্গে লড়ছে, আবার ডেঙ্গির সঙ্গেও লড়বে...?’’ শাসক দল তথা সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে এমনটাই প্রশ্ন তুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
advertisement

দিলীপ ঘোষকে পাল্টা জবাব দিয়ে তৃণমূল নেতা তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ বললেন, ‘‘বাংলার মানুষকে সুরক্ষিত কীভাবে রাখতে হয় তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালই জানেন। বিজেপির নেতারা সব ক্ষেত্রেই রাজনীতি খোঁজেন। ডেঙ্গি মোকাবিলায় সরকার যথেষ্ট উদ্যোগী। পুরসভা থেকে শুরু করে জেলা প্রশাসন সবদিক নজর রেখেই প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। মুখ্যমন্ত্রী সব মহলের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মেনে কাজও হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আর মশার সঙ্গে বৈঠক করবেন না! দিলীপ ঘোষকে তীব্র ভাষায় আক্রমণ করে খোঁচাও দেন কুণাল ঘোষ।

advertisement

আরও পড়ুন- 'টিমওয়ার্ক'-এ ভরসা বনসলের! পঞ্চায়েত ভোট নিয়ে উত্তরবঙ্গ থেকে দিলেন 'কড়া' বার্তা

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

প্রসঙ্গত, প্রতিদিনই রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে ৷ কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় শুধু নয়, উত্তরবঙ্গের জেলাগুলি থেকেও ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবর আসছে, খবর আসছে মৃত্যুরও ৷ সেই পরিস্থিতিতেই দাঁড়িয়ে ডেঙ্গি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নিতে আরও তৎপরতা দেখাচ্ছে রাজ্য প্রশাসন ৷ সেই কারণেই এ বার রাজ্যের বিভিন্ন অংশে যাচ্ছে চিকিৎসকদের নজরদারি  টিম ৷ রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে এ বার জেলায় জেলায় যাবে রাজ্য স্বাস্থ্য দফতরের দল ৷ সেখানে পরিস্থিতি কেমন চলছে, তা খতিয়ে দেখবে এই দল ৷ কী দেখবে তা সম্পর্কেও বলা হয়েছে ৷ এই সার্ভেলেন্স দল বা নজরদারির দল দেখবে, নির্দিষ্ট জেলায় কেমন চলছে ডেঙ্গি চিকিৎসা, কেমন চলছে ফিভার ক্লিনিক, সেগুলি ঠিক মতো কাজ করছে কি না, তাও খতিয়ে দেখা হবে ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'বাংলার মানুষ কার কার সঙ্গে লড়বে? গুন্ডা, মাফিয়া, তোলাবাজি, দুর্নীতি তো রয়েইছে, এবার ডেঙ্গির সঙ্গেও'? প্রশ্ন দিলীপের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল