TRENDING:

বনধ সফল, মানুষই স্বতঃস্ফূর্তভাবে বনধ করেছেন: দিলীপ ঘোষ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ইসলামপুর ছাত্রমৃত্যুর ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বনধ ডাকে বিজেপি ৷ বনধ রুখতে মরিয়া শাসকদল ৷ নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপও ৷ তা স্বত্ত্বেও বিরোধী দলের ডাকা বনধ রুখতে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ কলকাতায় বিজেপির সদর দফতর থেকে এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷
advertisement

দিলীপ বলেন, বনধ একেবারেই সফল হয়েছে ৷ সর্বত্র বনধ শান্তিপূর্ণ ৷ এটা সর্বনাশা সরকারের বিরুদ্ধে বনধ ৷ মানুষই স্বতঃস্ফূর্তভাবে বনধ করেছেন ৷

বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বন্‌ধ রুখতে প্রশাসন সক্রিয় ভূমিকা গ্রহণ করলেও কিছু বিক্ষিপ্ত ঘটনা সামনে এসেছে ৷ বিজেপির কর্মী সমর্থকেরা বিভিন্ন জায়গায় রেল অবরোধ করেছে ৷ হাওড়া ও শিয়ালদহ শাখার ফুলেশ্বর, কোন্নগর, গেদে, বনগাঁ, রিষড়া, শান্তিপুরে ট্রেন চলাচল সাময়িক ব্যাহত হয়েছে ৷ রেল ছাড়াও বেশ কয়েক জায়গায় সড়কপথও অবরোধ করেছে বন্‌ধ সমর্থকেরা ৷ সামনে এসেছে কিছু সরকারি বাস ভাঙচুরের ঘটনাও ৷ কিন্তু এই সমস্ত ঘটনার দায় এড়িয়ে গেল বিজেপি ৷ দিলীপ ঘোষ বলেন, বেশ কয়েকটি বাসে হামলার খবর পেয়েছি ৷ কিন্তু এই সমস্ত হামলার পিছনে বিজেপি দায়ী নয় ৷ বাসে হামলা করছে তৃণমূলই ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বনধ সফল, মানুষই স্বতঃস্ফূর্তভাবে বনধ করেছেন: দিলীপ ঘোষ