তৃণমূলের দাবি, বিজেপি দলের সাংগঠনিক দুর্বলতা ঢাকতেই এবার সন্ত্রাসের অভিযোগকে হাতিয়ার করেছেন দিলীপ ঘোষরা। এ নিয়ে রাজ্যপালের কাছে নালিশও জানানো হয়েছে দলের তরফে। এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'রাজ্যপাল চান কেন্দ্রীয় বাহিনী আসুন, বিজেপির অভিযোগই শুনছেন উনি। এই পরিস্থিতিতে রাজ্যের মানুষের মনে রাজ্যপালের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন জাগছে ৷’ যদিও দিলীপ ঘোষের দাবি, ‘রাজ্যপালও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের পক্ষে ৷’
advertisement
উল্লেখ্য, বুধবার রাজ্য নির্বাচন কমিশনার ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করার কথা রাজ্যপালের। দাবি বিজেপির। তার আগে, দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে পালটা আক্রমণে জোড়াফুল শিবিরও। তৃণমূল মহাসচিব বিঁধেছেন রাজ্যপালকেও। পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, ‘রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে ৷ একটি দলের কথায় চলছেন রাজ্যপাল ৷’
অপরদিকে, দিলীপ ঘোষ বলেন, ‘দলবল নিয়ে মনোনয়ন জমা দেব। পঞ্চায়েত ভোটে পাল্টা মারব ।’ তাঁর এহেন মন্তব্যের পরই রাজ্যে ধর্মীয় মেরুকরণের রাজনীতির নেতিবাচক প্রভাব পড়েছে । শাসকদলের বিরুদ্ধে অনুন্নয়নের অস্ত্রও ভোঁতা হয়ে গিয়েছে । তাই কি সন্ত্রাসের অভিযোগকে ঢাল করে কেন্দ্রীয় নেতৃত্বের রোষ থেকে বাঁচতে চাইছেন দিলীপ ঘোষরা? প্রশ্নটা তুলে দিল বিজেপির রাজ্য নেতৃত্বের পদক্ষেপ।