TRENDING:

Dilip Ghosh: নভেম্বরে কি নতুন খবর? যেখানে একদিন একঘরে হতে হয়েছিল, সেখানেই স্বমহিমায় দিলীপ ঘোষ!

Last Updated:

সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর তথা বিশেষ নিবিড় সংশোধনী। দ্রুত চড়ছে রাজনীতির পারদ। এর মাঝেই বঙ্গ বিজেপিতে ঝড়। ফিরে আসছেন দিলীপ ঘোষ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়েছে। মঙ্গলবার থেকেই রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি। এর মধ্যেই হঠাৎই রাজনৈতিক তাপমাত্রা চড়িয়ে বঙ্গ বিজেপিতে ফের আলোচনার কেন্দ্রে দিলীপ ঘোষ। দীর্ঘদিন প্রায় একঘরে থাকা বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি এবার ফিরছেন কি দলের মূল মঞ্চে? বিজেপির অন্দরের খবর অবশেষে বরফ গলছে। শনিবার বিজয়া সম্মিলনীর আয়োজন করছেন দিলীপ ঘোষ মুরলধর সেন লেন-এর বিজেপি দফতরে।
News18
News18
advertisement

যে অফিসে বসে দিলীপ ঘোষ এক সময় বিজেপিকে পশ্চিমবঙ্গে ১৮ জন সাংসদ এবং ৭৭ বিধায়ক দিয়েছিলেন, সেখানেই তাঁর এই আয়োজনে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মাঝে বেশ কিছু বছর বিজেপি-তে প্রায় একঘরে হয়েছিলেন দিলীপ। এই অফিসেই তিনি এতদিন ঢুকতে পারতেন না। এমনকি পার্টি অফিসে তাঁর ঘর পর্যন্ত ভেঙে দেওয়া হয়। দফতরের নীচের হলঘরে কর্মীদের সঙ্গে কথা বলার অপরাধে ওই ঘরেও তালা লাগিয়ে দেওয়া হয়।

advertisement

আরও পড়ুন: ‘হিরো হওয়ার চেষ্টা করছেন’ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের

সম্প্রতি শমীক ভট্টাচার্য দলের সভাপতি হন। এরপরেই মনে করা হচ্ছিল ব্যাপক রদবদল হবে দলের অন্দরে। নভেম্বরেই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। সভাপতি হওয়ার পরেই শমীক ভট্টাচার্য উদ্যোগ নেন দিলীপের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার। বিজয়া সম্মিলনী আয়োজনের খবরে রাজনৈতিক মহলের জল্পনা, ফের দিলীপ ঘোষকে কোর কমিটিতে নিয়ে আসা হতে পারে।‌

advertisement

সূত্রের খবর, শমীক ভট্টাচার্য, রাহুল সিনহা-সহ সব বিজেপির কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে সেই বিজয়া সম্মিলনীতে। জানা গিয়েছে, দুপুর তিনটের সময় হবে এই অনুষ্ঠান।‌ দিলীপ ঘোষকে নিয়ে বহু বিতর্কের কার্যত অবসান হবে শনিবারের এই বিজয় সম্মিলনী অনুষ্ঠানে।‌

আরও পড়ুন: ভীষণ শ্বাসকষ্ট, হাসপাতালে ভর্তি অভিনেতা ধর্মেন্দ্র, প্রার্থনায় ভক্তরা, কেমন আছেন বলিউডের ‘হি-ম্যান’?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রিয়্যালিটি শোয়ে রকস্টার জুটির বাজিমাত! 'মানরত্ন' সম্মানে ভূষিত পুরুলিয়ার খুদে গিটারিস্ট
আরও দেখুন

অনেকেই বলছেন, আসন্ন নির্বাচনে দিলীপ ঘোষকে কাজে লাগাতে চান শমীক ভট্টাচার্য। তারই প্রথম পদক্ষেপ হিসেবে রাজ্য অফিস ব্যবহার করার অনুমতি মিলল বলে মনে করা হচ্ছে।‌ সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর তথা বিশেষ নিবিড় সংশোধনী। দ্রুত চড়ছে রাজনীতির পারদ। এর মাঝেই বঙ্গ বিজেপিতে ঝড়। ফিরে আসছেন দিলীপ ঘোষ? রাজনৈতিক দরজা যেমন চরমে উঠেছে দিলীপ ঘোষের ফেরা নিয়ে তেমনি পরবর্তী দিনে এই ঘটনা বঙ্গ বিজেপি-কে কতখানি স্বস্তি কিংবা অস্বস্তিতে ফেলে সেটা দেখার।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: নভেম্বরে কি নতুন খবর? যেখানে একদিন একঘরে হতে হয়েছিল, সেখানেই স্বমহিমায় দিলীপ ঘোষ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল