TRENDING:

Dilip Ghosh: 'অনেকে কালীঘাটে যান, উনি ওখানে করেছেন!' মমতাকে শুভেন্দুর প্রণাম নিয়ে মুখ খুললেন দিলীপ

Last Updated:

গতকাল বিধানসভায় শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর বিধানসভায় নিজের ঘরে ডেকে পাঠান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে শুভেন্দু অধিকারীর প্রণাম করা নিয়ে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ৷ এ দিন সকালে ইকো পার্কে প্রাতভ্রমণে গিয়ে দিলীপ বলেন, 'অনেকে কালীঘাটে যান প্রণাম করতে, উনি বিধানসভায় করেছেন৷'
মমতা শুভেন্দু সাক্ষাৎ নিয়ে কীসের ইঙ্গিত দিলীপের?
মমতা শুভেন্দু সাক্ষাৎ নিয়ে কীসের ইঙ্গিত দিলীপের?
advertisement

গতকাল বিধানসভায় শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর বিধানসভায় নিজের ঘরে ডেকে পাঠান৷ শুভেন্দু ছাড়াও মুখ্যমন্ত্রীর কাছে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, অশোক লাহিড়ি এবং মনোজ টিগ্গা৷ সূত্রের খবর, ঘরে ঢুকে মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন বিরোধী দলনেতা৷ দু' জনের মধ্যে কুশল বিনিময় হয়৷ মাত্র তিন-চার মিনিটের এই সাক্ষাৎই গতকাল থেকে রাজ্য রাজনীতির চর্চার বিষয় হয়ে উঠেছে৷

advertisement

আরও পড়ুন: 'যাঁকে ভাইয়ের মতো স্নেহ করতাম...', শুভেন্দুর অভিযোগের জবাবে অতীতে ফিরলেন মমতা

এ দিন সকালে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর এই সৌজন্য বিনিময় নিয়েই দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়৷ জবাবে স্বভাবসিদ্ধ ঢঙেই বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি বলেন, 'ওনাদের দীর্ঘ দিনের পুরনো সম্পর্ক, কী আছে জানি না৷ অনেকে কালীঘাটে গিয়ে প্রণাম করে আসেন, উনি ওখানে করেছেন৷ এটা ব্যক্তিগত বিষয়৷ পাবলিক ম্যাটার হওয়া উচিত নয়৷' শুধু ঘরে ডেকে পাঠানো নয়, শুক্রবার অবশ্য বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারীর নাম না করেই তাঁকে 'ভাই' বলেও মন্তব্য করেন মমতা৷

advertisement

আরও পড়ুন: মমতার পায়ে হাত দিয়ে প্রণাম শুভেন্দুর! 'কেমন আছিস', জানতে চাইলেন মুখ্যমন্ত্রীও

এর পাশাপাশি শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে শাসক এবং বিরোধী বিধায়কদের একসঙ্গে দিল্লি গিয়ে রাজ্যের প্রাপ্য আদায়ের জন্য দরবার করার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী৷ যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন দিলীপ ঘোষ৷ কটাক্ষের সুরে তিনি বলেন, 'সৌজন্যবোধ, কথাবার্তার মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা ভাল৷ কিন্তু আমরা গিয়ে টাকা নিয়ে আসব আর উনি সেই টাকায় লক্ষ্মীর ভান্ডার দেবেন, পার্টির লোকদের পুষবেন, এটা হতে পারে না৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

দিলীপ-শুভেন্দুর রসায়ন নিয়ে বিজেপি-র অন্দরে এমনিতেই অনেক প্রশ্ন রয়েছে৷ এই পরিস্থিতিতে শুভেন্দুর মমতার ডাকে সাড়া এবং পায়ে হাত দিয়ে প্রণাম গেরুয়া শিবিরের ভিতরের সমীকরণ আরও জটিল করে তোলে কি না, তাও রাজনৈতিক মহলের কাছে কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ শুভেন্দু অধিকারী অবশ্য গোটা বিষয়টিকে সৌজন্য বলেই দাবি করেছেন৷ ঘনিষ্ঠ মহলে একই কথা বলেছেন মুখ্যমন্ত্রীও৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: 'অনেকে কালীঘাটে যান, উনি ওখানে করেছেন!' মমতাকে শুভেন্দুর প্রণাম নিয়ে মুখ খুললেন দিলীপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল