কিন্তু হঠাৎ এই আলোচনা এল কেন? সূত্রের খবর, সম্প্রতি একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠানে মুখোমুখি দেখা হয় দিলীপ-কুণালের৷ সেই অনুষ্ঠানে আবার হাজির ছিলেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যুযুধান দুই রাজনৈতিক দলের দুই যুযুধান রাজনৈতিক পক্ষ একে অপরের মুখোমুখি হন। সেখানেই আলোচনায় উঠে আসে, রাজনীতির বাইরের নানা কথা। অনুষ্ঠানে বাকি যাঁরা নিমন্ত্রিত ছিলেন, তাঁরা কথায় কথায় বলেন, ভোর থেকে সংবাদমাধ্যমের সামনে দিলীপ ঘোষ তৃণমূল বিরোধীতায় নানা কথা বলেন। আর বিভিন্ন সংবাদমাধ্যমে হোক বা সাংবাদিক সম্মেলনে তার পাল্টা বলেন কুণাল ঘোষ। এই ঘরোয়া আড্ডার মধ্যেই কুণাল ঘোষ, দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করেন, আপনি এত সকালে ওঠেন কেন? কুণালের প্রশ্ন শুনে হেসেই ফেলেন দিলীপ। তারপর দিলীপের সাজেশন কুণালকে, ‘‘সকালে ঘুম থেকে উঠে শরীর চর্চা করুন। তাতে দেখবেন শরীর-মন ভালো থাকবে।’’
advertisement
সূত্রের খবর, কলকাতায় থাকলে কুণালকে, সকালে ইকো পার্কে শরীর চর্চা করতে আসতেও বলেন। তবে ওই দিন বেসরকারি সংস্থার অনুষ্ঠানে প্রথম বার কুণাল ঘোষের সাথে দেখা হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের৷ প্রসঙ্গত, রাজনৈতিক সভা বা সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে একাধিকবার কুণাল ঘোষ সুকান্ত মজুমদারকে ট্রেনি সভাপতি বলে উল্লেখ করেছেন। পাল্টা রাজনৈতিক আক্রমণ শানিয়েছেন সুকান্ত মজুমদারও। তবে ওই অনুষ্ঠানে নিখাদ আড্ডা হয়েছে বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন-Viral News: বিষাক্ত সাপ ! তাও আবার যাত্রীবোঝাই বিমানে, তার পর যা হল...
এমনকী, কেক কাটার অনুষ্ঠানের সময় কুণাল-সুকান্ত এগিয়ে দেন সিনিয়র দিলীপ দা'কে। তবে বেশ খানিকক্ষণ ‘পহেলে আপ, পহেলে আপ’ চলার পরে শেষমেষ কেক কাটেন কুণাল। পাশে সেই সময় হাসিমুখেই দাঁড়িয়ে ছিলেন দিলীপ-সুকান্ত। যে ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। দেখা হওয়ার কথা স্বীকার করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, ‘‘একই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলাম। সময়ের হেরফেরে দেখা হয়েছে। এর সাথে কোনও রাজনীতির যোগ নেই। নিখাদ ঘরোয়া আড্ডা হয়েছে। এগুলো এক ধরণের সৌজন্য।’’ তবে যুযুধান তিন নেতার পাশাপাশি উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা।