একটি সমর্থিত সূত্র জানাচ্ছে, বৈঠকের আগের রাতে রাজ্য বিজেপির একটি ভার্চুয়াল বৈঠকে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ নিজে।উত্তরবঙ্গে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক হবে, কিন্তু রাজ্য সভাপতির সঙ্গে সে বিষয়ে কথাই বলা হল না? প্রশ্ন তোলেন দিলীপ। শুভেন্দু তখন জানান, এই বৈঠক যে হবে, সে কথা তাঁকে মনোজ তিগগা জানিয়েছিলেন, কিন্তু বৈঠকে থাকার আমন্ত্রণ জানাননি। ততক্ষণে অবশ্য বহু সংবাদমাধ্যমে খবর চাউর হয়ে গিয়েছিল যে শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গ ছুটছেন ভাঙন সমস্যার সমাধানে।
advertisement
এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী হস্তক্ষেপ করেন। মনোজ তিগগার কাছে ব্যাখ্যা চান তিনি। কারণ বিধানসভায় দলের মুখ্য সচেতক মনোজই উত্তরবঙ্গের এই বৈঠকের মূল উদ্যোক্তা ছিলেন। অমিতাভ ব্যাখ্যা চাইতেই মনোজ ভুল স্বীকার করেন বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে।তিনি ভুল করেছেন, তিনি বুঝতে পারেননি, এ রকম ভুল আর কখনও হবে না- ভার্চুয়াল বৈঠকে মনোজ এই কথা বলেন বলে জানা যাচ্ছে।তার পরে বিষয়টি নিয়ে আর সওয়াল - জবাব চালাননি দিলীপ ঘোষ।
এদিকে বৈঠকের খবর বেশ কয়েক জন বিধায়কের কাছে সময় মতো পৌঁছয়নি বলেও বিজেপি সূত্রের খবর। মালদহের বিজেপি বিধায়ক গোপাল সাহাও ঠিক মতো আমন্ত্রণ পাননি বলে দলের একাংশের দাবি।
